promotional_ad

দোয়া করেন যেন টসে জিতি: সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপের শুরুটা ইতিবাচক হলেও পরের তিন ম্যাচে হার অস্বস্তিতে রেখেছে বাংলাদেশকে। তবে এখনই সব কিছুর শেষ দেখছেন না সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়কের চাওয়া, ম্যাচ বাই পরিকল্পনা এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জেতা। 


চলতি আসরে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই প্রতিপক্ষের ঘুম হারাম করেছে দক্ষিণ আফ্রিকা। তবে রান তাড়ায় দলটির দুর্বলতাও ফুটে উঠেছে নেদ্যারল্যান্ডসের বিপক্ষে। যে ম্যাচে হারতেও হয়েছে এইডেন মার্করামের দলকে। তবে প্রথমে ব্যাট করে গেল ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৪০০ ছুঁয়েই ফেলেছি আফ্রিকা। 


এ ছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে ইতোমধ্যে ৪০০ রানের পুঁজি পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বিপক্ষেও আগে ব্যাটিং করে ৩০০'র ওপর পুঁজি পেয়েছে দলটি। প্রথমে ব্যাট করা প্রতি ম্যাচের সেঞ্চুরি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কোনো না কোনো ব্যাটার। 



promotional_ad

তাই ভয়ঙ্কর আফ্রিকাকে থামাতে নেদারল্যান্ডসের ম্যাচ থেকে অনুপ্রেরণা নিতে চাইছেন সাকিব। যে কারণে অধিনায়কের চাওয়া টস ভাগ্য যেন বাংলাদেশের পক্ষেই যায়। সাকিব বলেন, 'দোয়া করেন কাল টসে যেন জিতি'। বাংলাদেশ অধিনায়কের আগে টসে জিততে চাওয়ার পেছনে কারণও আছে।


নিজেদের সর্বশেষ ১৫ ম্যাচে ১০টি ম্যাচই রান তাড়ায় ম্যাচ হেরেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ জয়ের সম্ভাবনা প্রসঙ্গে সাকিব বলেন, 'কালকের ম্যাচে যদি সবাই মিলে ভালো বোলিং-ব্যাটিং করতে পারি তাহলে আমাদের জেতার সম্ভাবনা আছে। ওয়ানডেতে যদি আমরা আমাদের সেরাটা দিতে পারি তাহলে আমরা জয়ের স্বপ্ন দেখতেই পারি।'


এদিকে মাঠে নামার আগেই নিজেদের জয়ী ভেবে নিতে রাজি নন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এইডেন মার্করাম। তিনি বলেছেন, বিশ্বকাপে এরই মধ্যে দেখা গেছে যে কোনো দল যে কাউকে হারাতে পারে। আর বিষয়টা না মানলে তার সাজাও পেতে হবে। তাই নিজেদের কাজটাই ঠিকঠাকভাবে করার চেষ্টা করবেন তাঁরা। 


মার্করাম বলেন, ‘না, আমার মনে হয় না আপনি কখনো বলতে পারেন যে কোনো দলের সঙ্গে খেলার এটাই সঠিক সময়। আমরা সবাই দেখেছি যে নির্দিষ্ট দিনে এই বিশ্বকাপে যে কোনো দল যে কাউকে হারাতে পারে। আর আপনি যদি এই বিষয়টা না মানেন, আমার মনে হয় ক্রিকেট আপনাকে এর শাস্তি দিতে পারে।’



এ ছাড়া এবারের আসরে দারুণ ছন্দে আছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হাইনরিখ ক্লাসেন। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের রূপ বদলে দিয়েছেন এই ব্যাটসম্যানই। খেলেছেন ৬৭ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১৬২.৬৮ স্ট্রাইক রেটে ১০৯ রানের দুর্দান্ত এক ইনিংস। তবে সেই ম্যাচে ক্লাসেনকে কিছুটা অস্বস্তিতে ভোগতে দেখা গেছে।


তাঁর সম্পর্কে জানতে চাইলে মার্করাম বলেছেন, ‘হ্যাঁ, সে এখন খুব ভালো আছে। সে সাহস হারিয়ে ফেলেছিল। কন্ডিশনও বেশ নির্মম ছিল। সে আমাদের জন্য অনেক পরিশ্রম করেছে এবং আমার মনে হয় এটা তার অনেকটা শুষে নিয়েছে। ম্যাচের পর সে নিজেকে দারুণভাবে বের করে এনেছে।’


মার্করাম এরপর যোগ করেন, ‘শরীরে বেশ যন্ত্রণা ছিল এবং তার মাঝে বেশ ক্লান্তিও ভর করেছিল। কিন্তু সে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ার চেষ্টা করছে। আর গতকাল ও আজ সে বিশ্রাম নিয়ে নিজের অবস্থার উন্নতির চেষ্টা করেছে। তবে আমি যদ্দূর জানি, তাকে মাঠের বাইরে রাখতে আপনাকে অনেক কষ্ট করতে হবে। সে অনেক শক্ত মানুষ এবং আমি নিশ্চিত কাল সে ফের মাঠে যেতে উতলা হয়ে থাকবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball