সাকিবের খেলা না খেলা নিয়ে ভাবছেন না মার্করাম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পিএসএলকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে আইপিএলে খেলবেন বশ
৮ মার্চ ২৫
নিউজিল্যান্ডের বিপক্ষে পাওয়া পেশির চোটে ভারতের বিপক্ষে খেলা হয়নি সাকিব আল হাসানের। সাউথ আফ্রিকার বিপক্ষেও তিনি মাঠে নামতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। অবশ্য সাকিব খেলুক বা না খেলুক সবরকমের পরিকল্পনাই তৈরি রেখেছে প্রোটিয়ারা।
চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি অধিনায়ক টেম্বা বাভুমার। ফলে সেই ম্যাচে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন এইডেন মার্করাম। বাংলাদেশের বিপক্ষেও নেতৃত্বে থাকছেন তিনিই। এই ম্যাচের আগে নিজেদের পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি।

এই প্রোটিয়া ব্যাটার জানিয়েছেন বাংলাদেশের মাঠে নামার আগে হোমওয়ার্ক করেই মাঠে নামছেন তারা। সাকিব খেলুক বা না খেলুক তাদের পরিকল্পনায় খুব বেশি প্রভাব ফেলবে না বলে মনে করেন এই প্রোটিয়া অধিনায়ক। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি অন্যসব ম্যাচের মতোই গুরুত্ব পাচ্ছে তাদের কাছে।
সেমি ফাইনালের আগে মার্করামকে নিয়ে শঙ্কা
৪ মার্চ ২৫
মার্করাম বলেছেন, 'আমার মনে হয় সে খেললে আপনি আপনার হোমওয়ার্ক করে মাঠে নামবেন এবং সে না খেললে তাদের টিম কম্বিনেশন কেমন হবে সেটা দেখে দল সাজাবেন। তাই আপনাকে দুটি বিষয়কেই মাথায় রাখতে হবে আসলে।'
সাকিবকে নিয়ে মার্করাম বলেন, 'অবশ্যই সে দুর্দান্ত অভিজ্ঞতা সম্পন্ন একজন ক্রিকেটার এবং বাংলাদেশের বড় ক্রিকেটার। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই সে যদি খেলে বা না খেলে সেই অনুযায়ী আমরা পরিকল্পনা তৈরি আছে এবং আমরা আগামীকাল সেটাই বাস্তবায়ন করব। কিন্তু সে যদি খেলে বা না খেলে সেটা আমাদের খুব বেশি মাথা ব্যথা নেই।'
সাউথ আফ্রিকার বিপক্ষে খেলা নিয়ে সংশয় আছে টাইগার পেসার তাসকিন আহমেদকে নিয়েও। কাঁধের চোটের কারণে তাকেও ভারতের বিপক্ষে খেলানো হয়নি। প্রোটিয়াদের বিপক্ষে তার খেলা নিয়েও শঙ্কা রয়েছে। ভারতের বিপক্ষে হাসান মাহমুদ খেললেও খুব বেশি পার্থক্য গড়ে দিতে পারেননি তিনি। তাই তাসকিনের চোট নিয়েও ভাবনায় আছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।