‘প্রতিপক্ষ নিয়ে বেশির ভাগ পরিকল্পনা কোহলির কাছে থাকে’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে এক ও দুই নম্বরে ছিল নিউজিল্যান্ড ও ভারত। যদিও মুখোমুখি সাক্ষাতে কিউইদের ৭ উইকেটে হারিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছে রোহিত শর্মার দল। এই ম্যাচে তিন নম্বরে নেমে ৯৫ রানের ইনিংস খেলেছেন বিরাট কোহলি।
১০৪ বলের ইনিংসে ৮টি চার ও দুটি ছক্কা মেরেছিলেন তিনি। পেতে পারতেন সেঞ্চুরিও। ছক্কা মেরে ভারতকে জেতাতে গিয়ে নিজের উইকেট বিলিয়ে দিয়েছেন এই ভারতীয় ব্যাটার। ম্যাচ শেষে প্রতিপক্ষ অধিনায়ক টম লাথামও প্রশংসায় ভাসিয়েছেন কোহলিকে।

তিনি জানিয়েছেন, প্রতিপক্ষ সম্পর্কে সবচেয়ে বেশি পরিকল্পনা থাকে কোহলির কাছে। কোহলিকে ঘিরেই ভারত নিজেদের পরিকল্পনা সাজায় বলে মনে করেন কিউই ভারপ্রাপ্ত অধিনায়ক। এ কারণেই কোহলি ও ভারত সফল হয় বলে মনে করেন তিনি।
কোনো ঘোষণা দিচ্ছি না, আমি খেলা চালিয়ে যাব: কোহলি
১৩ ঘন্টা আগে
লাথাম বলেন, 'কোহলি অসাধারণ একটি ইনিংস খেলেছে। সে ম্যাচের গতিপথ নিয়ন্ত্রণ করেছে এবং বাকিরা তাকে কেন্দ্র করে ব্যাট করেছে। (প্রতিপক্ষের) বেশির ভাগ পরিকল্পনার জবাব ভিরাটের কাছে থাকে।'
আগে ব্যাট করে দারুণ শুরু করেছিল নিউজিল্যান্ড। তবে শেষের ধসে তারা বড় সংগ্রহ গড়তে পারেনি। শেষ ১০ ওভারে ৫৪ রান তুলতেই ৬ উইকেট হারায় কিউইরা। ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে একাই ধসিয়ে দিয়েছেন এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলা মোহাম্মদ শামি।
লাথামও শেষের দিকের ব্যাটিংকেই দায়ী করেছেন বড় সংগ্রহ গড়তে না পারার কারণ হিসেবে। আগামী শনিবার ধর্মশালাতেই অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে কিউইরা। এই লম্বা সময়ের বিশ্রামে নিজেদের ভুলত্রুটি শুধরে নিতে পারবেন বলে আশাবাদী লাথাম।
কিউই দলপতির ভাষ্য, '(ব্যাটিংয়ে) শেষ ১০ ওভার আমরা কাজে লাগাতে পারিনি। ডেথ ওভারে ভারত ভালো বল করেছে এবং আমাদের কিছু রানের ঘাটতি ছিল। বল হাতে আমরা (টানা) দুটি ব্রেক থ্রু পাইনি। আমার মনে হয়, (ব্যাটিংয়ে) আমরা সুযোগের সদ্ব্যবহার করতে পারিনি এবং ৩০-৪০ রান কম করতে পেরেছি। কয়েক দিন বিশ্রাম পাচ্ছি। প্রায় এক সপ্তাহের ব্যবধানে আমাদের পরের ম্যাচটি হবে দিনের বেলায়।'