promotional_ad

কোহলির চেয়ে ভালো কোন ফিনিশার নেই: গম্ভীর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

কোনো ঘোষণা দিচ্ছি না, আমি খেলা চালিয়ে যাব: কোহলি

১৩ ঘন্টা আগে
বিরাট কোহলি

ফিনিশাররা সাধারণত সাত নম্বর পজিশনে ব্যাটিং করেন থাকেন। যারা পাঁচে ব্যাটিং করেন তারাও কখনও কখনও ম্যাচ শেষ করার দায়িত্বটা কাঁধে তুলেন নেন। কিন্তু তিন নম্বরে ব্যাটিং করা একজন ব্যাটারের দায়িত্বটাও কি তাই? অবশ্যই না, তবে তিনে নেমেও ভারতের ফিনিশারের কাজটা বেশ ভালোভাবেই করছেন বিরাট কোহলি। সময়ের অন্যতম সেরা এই ব্যাটারের প্রশংসা করতে গিয়ে গৌতম গম্ভীর জানিয়েছেন, তার চেয়ে ভালো কোন ফিনিশার নেই।


সবশেষ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে খাদের কিনারায় দাঁড়িয়ে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলে একা হাতে ভারতকে জিতিয়েছিলেন কোহলি। সেই ইনিংসকে বলা হয়ে থাকে রান তাড়ায় টি-টোয়েন্টির অন্যতম সেরা ইনিংস। রান তাড়া করতে নেমে ব্যাটিং করাটা যেন অন্য সবার চেয়ে বেশি উপভোগ করেন কোহলি। সবশেষ দুই ম্যাচে রান তাড়া করতে নেমে ভারতের জয়ের নায়ক কোহলি।


বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি তুলে নেয়ার পর নিউজিল্যান্ডের সঙ্গে খেলেছেন ম্যাচজয়ী ৯৫ রানের ইনিংস। ১২তম ওভারে কোহলি যখন ব্যাটিংয়ে আসেন তখন ভারত উইকেট হারিয়েছিল মাত্র একটি। এক প্রান্তে দাঁড়িয়ে থেকে শুভমান গিল, শ্রেয়াস আইয়ার এবং লোকেশ রাহুলের বিদায় দেখেছেন। তারা বিদায় নিলেও ভারতের আশার প্রদীপ হয়ে ঠিকই দাঁড়িয়েছিলেন তিনি।



promotional_ad

আইয়ার এবং রাহুলের পর রবীন্দ্র জাদেজার সঙ্গে ঠিকই পঞ্চাশোর্ধ্ব রানের জুটি। কোহলি যখন ফিরেছেন তখন ভারত জয় থেকে মাত্র ৫ রান দূরে। এমন একজন ব্যাটারের প্রশংসা না করে উপায় নেই। গম্ভীরও সেটার বিপরীত হতে পারলেন না। লম্বা সময় কোহলিকে নিয়ে সমালোচনা করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৫ রানের ইনিংস খেলার পর ভারতের সাবেক অধিনায়ককে চেজ মাষ্টার হিসেবে আখ্যা দিয়েছেন ২০১১ সালের বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার।


আরো পড়ুন

‘কিছু লোক সবসময়ই ছিচকাঁদুনে’, সমালোচকদের গম্ভীরের কড়া জবাব

৫ মার্চ ২৫
ভারতের ম্যাচ দেখছেন প্রধান কোচ গৌতম গম্ভীর, ফাইল ফটো

স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে গম্ভীর বলেন, ‘বিরাট কোহলির চেয়ে ভালো কোন ফিনিশার নেই। যারা ৫ কিংবা ৭ নম্বরে ব্যাটিং করে তারাই ফিনিশার ব্যাপারটা এমন না। সে একজন চেজ মাষ্টার।’


শুধু এই ম্যাচ দেখে হয়ত কোহলিকে চেজ মাষ্টার হিসেবে আখ্যা দেয়া যাবে না। একটু পরিসংখ্যানে চোখ বুলালে সেটা পরিস্কার হওয়া যাবে। রান তাড়ায় ১৫৯ ম্যাচে ৭ হাজার ৭৯৪ রান করেছেন কোহলি। যেখানে ৪০ হাফ সেঞ্চুরির সঙ্গে সময়ের অন্যতম সেরা এই ব্যাটারের সেঞ্চুরি আছে ২৭টি।


কোহলির চেয়ে বেশি রান আছে কেবল শচীন টেন্ডুলকারের। কোহলির চেয়ে হাজারখানেক রানে এগিয়ে থাকলেও ম্যাচ খেলেছেন ৭৭টি বেশি। সেঞ্চুরিতে কোহলির চেয়ে পিছিয়ে তিনি। জয়ী ম্যাচে রান তাড়ায় কোহলির বেশি রান নেই কারও। পেছনে ২৭ সেঞ্চুরির ২৩টি করেছেন ভারত জয় পেয়েছে এমন ম্যাচে।



কোহলি যে কখনও হাল ছাড়ে না তেমনটা জানিয়ে মোহাম্মদ কাইফ বলেছেন, ‘বিরাট কোহলি কখনও হাল ছাড়ে না। তার (জয়ের) ক্ষুধাটা সব সময় তীব্রই থাকে। সব সময় দলের জন্যই খেলে এবং বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বড় “চেজ মাস্টার” (রান তাড়ার ওস্তাদ)। এই যোদ্ধাকে স্যালুট দেওয়া প্রয়োজন জাতির।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball