promotional_ad

নাইমের সেঞ্চুরির পরও হারল ঢাকা মেট্রো

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

নাইমের ১৭৬, প্রাইম ব্যাংকের রেকর্ড ও ১৭৩ রানের জয়

৯ মার্চ ২৫
১৭৬ রানের ইনিংস খেলেছেন নাইম শেখ, ক্রিকফ্রেঞ্জি

জয়ের জন্য ঢাকা মেট্রোর প্রয়োজন ছিল ৪১১ রান। হাতে সময় থাকলেও মিরপুরের উইকেটে এটা যে সহজ নয় সেটা বলার অপেক্ষা থাকে না। শেষ পর্যন্ত ঢাকা মেট্রো ম্যাচটা জিততেও পারেনি। নাইম শেখের ওয়ানডে ১২০ রানের ইনিংস কেবল ব্যবধানই কমিয়েছে। রংপুর বিভাগের বোলারদের দাপটে কাছে ৬৫ রানে হেরেছে সাদমান ইসলামের ঢাকা মেট্রা।


মিরপুরে আগের দিনের ২ উইকেটে ১৭৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন নাইম ও নাঈম ইসলাম। আগের দিনই সেঞ্চুরির খুব কাছে দাঁড়িয়ে ছিলেন ওপেনার নাইম। এদিন সকালে প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের যষ্ঠ সেঞ্চুরি তুলে নেন। বড় লক্ষ্য তাড়ায় দ্রুত রান তুলতে গিয়ে সেঞ্চুরির পরই বিদায় নিয়েছেন নাইম। ১২৪ বলে ১২০ রানের ইনিংস খেলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন বাঁহাতি এই ওপেনার।



promotional_ad

নাইমের বিদায়ে ভেঙেছে নাঈম ইসলামের সঙ্গে ৭২ রানের জুটি। এরপর উইকেটে এসে পরের ওভারেই ফেরেন মার্শাল আইয়ুব। আসাদুল্লাহ গালিবের বলে এলবিডব্লুর ফাঁদে পরে শূন্য রানেই ফিরেছেন তিনি। উইকেটে থিতু হওয়া নাঈমকেও ফিরিয়েছেন গালিব। মাত্র ১৩ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ঢাকা মেট্রো।


আরো পড়ুন

জাতীয় লিগ টি-টোয়েন্টির আগে ফিটনেস টেস্টে পাস তামিম

৩ ডিসেম্বর ২৪
সংগৃহীত

অবশ্য এই ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন মোহাম্মদ আল আমিন জুনিয়র ও জাহিদুজ্জামান খান। যদিও উইকেটে থিতু হয়ে থাকা দুই ব্যাটারকেই ফিরিয়েছেন রবিউল ইসলাম। আল আমিন জুনিয়রকে (২৪) এলবিডব্লু করে ৫৮ রানের এই জুটি ভাঙেন তিনি। ৬০ বলে ৩৯ রান করা জাহিদুজ্জামানকেও ফেরান এই স্পিনার। যদিও মেট্রোর হয়ে শেষ লড়াইটা করেন শহিদুল ইসলাম ও আবু হায়দার রনি।


এই দুজন স্কোরবোর্ডে যোগ করেন ৪৬ রান। সেই জুটি ভাঙেন গফফার। ৪০ বলে ৩২ রান করা রনি এই পেসারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। পরের ওভারেই শহিদুলকে ফেরান গালিব। তার বলে ক্যাচ দিয়ে ২২ রান করেই ফেরেন শহিদুল। এরপর আর কোনও রান যোগ না করে আরিফুল আহমেদ ফিরলে ৩৪৫ রানে গুটিয়ে যায় মেট্রো। রংপুরের হয়ে গালিব ও গাফফার ৩টি করে উইকেট নিয়েছেন।



এদিকে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটাররা রান পেলেও প্রথম ইনিংসটা কেটেছে রান খড়ায়। যেখানে প্রথম ইনিংসে রংপুরের সংগ্রহ ছিল ১১৯ রান। জবাবে ঢাকা মেট্রোর ইনিংস থামে ১৭৩ রানে। প্রথম ইনিংসে ৫৪ রানের লিড পেলেও ম্যাচ নিজেদের করতে ব্যর্থ হয়েছে ঢাকা মেট্রো। ফলে চলতি মৌসুমে দুটো দলই একটি করে জয়ের দেখা পেয়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball