promotional_ad

তাইজুল-নাহিদের বোলিংয়ে প্রায় হারা ম্যাচ জিতল রাজশাহী

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘বরিশালের বেঞ্চ দিয়ে অন্য দলের চেয়ে ভালো দল বানানো যাবে’

৩১ জানুয়ারি ২৫
বিপিএলে রীতিমতো উড়ছে ফরচুন বরিশাল, ক্রিকফ্রেঞ্জি

ব্যাটিং ব্যর্থতায় হারের দ্বারপ্রান্তে ছিল রাজশাহী বিভাগ। তবে তাইজুল ইসলাম এবং নাহিদ রানার দারুণ বোলিংয়ে উল্টে গেছে পাশার দান। ম্যাচ জিততে শেষ দিনে বরিশাল বিভাগের প্রয়োজন ছিল ৫৮ রান, হাতে ছিল ৬ উইকেট। শেষ দিনে এমন সমীকরণ মেলাতে পারেনি বরিশালের লোয়ার অর্ডার ব্যাটাররা।


শেষ পর্যন্ত নাহিদের আগুনে বোলিংয়ে বরিশালকে ১৫৯ রানে গুটিয়ে দেয় রাজশাহী। তাতে করে বরিশালকে ৯ রানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জয় তুলে নিল তাইজুলের দল। আগের দিনের ৬ উইকেটে ১১১ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন রাজশাহীর দুই ব্যাটার ৫৬ রানে অপরাজিত থাকা ইফতিখার হোসেন ইফতি এবং শামসুল ইসলাম অনিক।



promotional_ad

দেখেশুনেই দিনের শুরুটা করেছিলেন তারা দুজন। নাহিদের এক ওভারে চার মেরে বরিশালকে আশার আলো দেখাচ্ছিলেন ইফতিখার। যদিও ইফতিখারকে এদিন বেশিক্ষণ টিকতে দেননি সানজামুল ইসলাম। বাঁহাতি এই স্পিনারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন ৬০ রান করা এই ব্যাটার।


আরো পড়ুন

পিএসএলের এনওসির জন্য আবেদন করেননি নাহিদ-লিটনরা

১৫ মার্চ ২৫
নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন

ইফতিখার ফিরলেও বরিশালকে পথ দেখাচ্ছিলেন শামসুল ইসলাম অনিক। তবে তাকে ফিরিয়ে বরিশালের জয়ের স্বপ্ন ধুলিসাৎ করেন মোহর শেখ। ডানহাতি এই পেসারের বলে উইকেটের পেছনে শাখির হোসেন শুভ্রর গ্লাভসে ক্যাচ দিয়েছেন ২২ রান করা শামসুল।


শেষ দিকে কামরুল ইসলাম রাব্বি ১১ এবং তানভীর ইসলাম ১০ রান করলেও জেতাতে পারেননি বরিশালকে। ১৬৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৫৯ রানে অল আউট হয় তারা। ফলে রাজশাহীর কাছে ৯ রানে হারতে হয়েছে বরিশালকে।



এর আগে প্রথম ইনিংসে সাব্বির রহমান ও এসএম মেহেরব হোসেনের হাফ সেঞ্চুরির ২০৯ রানে অল আউট হয় রাজশাহী। জবাব দিতে নেমে মইন খানের হাফ সেঞ্চুরির পরও ২৩৩ রানে থেমেছে বরিশালের ইনিংস। ২৪ রানে পিছিয়ে থেকে ব্যাটিং করতে নেমে রাজশাহী অল আউট হয় ১৯২ রানে। তাতে করে বরিশালের লক্ষ্য দাঁড়ায় ১৬৮ রান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball