promotional_ad

নিউজিল্যান্ডের বিপক্ষে জয় খরা কাটানোর লক্ষ্য রোহিতদের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

কোনো ঘোষণা দিচ্ছি না, আমি খেলা চালিয়ে যাব: কোহলি

১৩ ঘন্টা আগে
বিরাট কোহলি

২০০৩ বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের মতো বড় মঞ্চে জয় পায়নি ভারত। ২০০৩ সালে মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। এমনকি বিরাট কোহলি-রোহিত শর্মারা সবে কৈশরে পা দিয়েছেন। এমন অতীত সামনে রেখেই বিশ্বকাপে আবারও কিউইদের বিপক্ষে মাঠে নামছে ভারত।


এবারের বিশ্বকাপে টানা চার ম্যাচে জয় পেয়েছে ভারত ও নিউজিল্যান্ড। দুই দলই নিজেদের উইনিং স্ট্রাইক ভাঙতে চাইবে না। এ ক্ষেত্রে পরিসংখ্যান অবশ্য নিউজিল্যান্ডের হয়েই কথা বলছে। ভারতের অধিনায়ক রোহিত শর্মা পরিসংখ্যান মাথায় রেখেই ভালো ক্রিকেট খেলার লক্ষ্যের কথা জানিয়েছেন।



promotional_ad

রোহিত বলেন, 'হ্যাঁ, এটা সত্যিই (২০০৩ সালের পর নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে জিতিনি)। কিন্তু আমরা ভালো ক্রিকেট খেলছি। নিজেদের পক্ষ থেকে সেই চেষ্টাই আমরা করতে পারি।' রোহিতকে পান্টা প্রশ্ন করা হয়েছিল রবিবার সেই ধারা ভাঙতে পারবেন কিনা।


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

এমন প্রশ্নের জবাবে ভারতীয় অধিনায়ক বলেছেন, 'দেখুন, আমরা এমন ধরনে?? ক্রিকেট খেলি না যেখানে কোনো কিছুর নিশ্চয়তা রয়েছে। মাঠে যাওয়ার পর আমরা সব সময় চেষ্টা করি দলের জন্যে যেটা ভালো সেই কাজ করতে। এখনই খুব দূরের দিকে তাকাতে চাইছি না। এটা ঠিক যে অতীতে এই ম্যাচের ফলাফল আমাদের পক্ষে যায়নি। দেখা যাক, এ বার কী হয়।'


বাংলাদেশের বিপক্ষে ম্যাচে গোড়ালির চোটে পড়েছেন হার্দিক পান্ডিয়া। আগেই বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে কিউইদের বিপক্ষে খেলা হচ্ছে না হার্দিকে। তার পরিবর্তে কে খেলবেন তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। অবশ্য ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় ইশান কিশান অথবা সূর্যকুমার যাদবকে খেলানোর দিকেই ইঙ্গিত দিয়েছেন।



তিনি বলেন, 'ইশান কিশান ভালো খেলছে, একজন বাঁহাতি ব্যাটার হিসেবে। কিন্তু সূর্যও অস্ট্রেলিয়ার বিপক্ষে ফর্মে ফিরেছে। সে বেশ কয়েকটি ইনিংসে ভালো খেলেছে। সে স্পিনের বিপক্ষে ভাল খেলে, বাঁহাতি স্পিন হোক বা ডানহাতি স্পিন হোক। তার সম্ভবত রোল হবে মিডল ওভারে খেলা। আমরা তাকে কোথায় খেলাতে চাই এই বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা আছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball