promotional_ad

রাজিথার দারুণ বোলিংয়ের পর সামারাবিক্রমার ব্যাটে শ্রীলঙ্কার প্রথম জয়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাউখ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার কাছে টানা তিন হারে পয়েন্ট টেবিলের তলানিতে ছিল শ্রীলঙ্কা। নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে এবারের আসরে নিজেদের প্রথম জয় তুলে নিয়ে অবশেষে সেখান থেকে নিজেদের সরাতে পেরেছে তারা। কাসুন রাজিথার দারুণ বোলিংয়ের পর সাদিরা সামারাবিক্রমার অপরাজিত ৯১ রানের ইনিংসে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা।


জয়ের জন্য ২৬৩ রান তাড়া করতে নেমে শুরুতেই কুশল পেরেরাকে হারায় তারা। আরিয়ান দত্তের অফ স্টাম্পের অনেকটা বাইরের শর্ট লেংথ ডেলিভারিতে খেলতে গিয়ে শর্ট থার্ডম্যানে ক্যাচ দিয়েছেন। আগের ম্যাচে দারুণ ব্যাটিং করা পেরেরা এদিন আউট হয়েছেন ৫ রানে। বেশিক্ষণ টিকতে পারেননি তিনে নামা কুশল মেন্ডিসও। 


আরিয়ানের বলে স্লগ সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে ফাইন লেগে থাকা পল ভ্যান মেকেরিনকে ক্যাচ দিয়েছেন। শ্রীলঙ্কার অধিনায়ককে ফিরতে হয়েছে ১১ রান করে। এরপর পাথুম নিশানকা ও সামারাবিক্রমা মিলে যোগ করেন ৫২ রান। নিশানকার বিদায়ে ভাঙে তাদের এই জুটি। ভ্যান মেকেরিনের অফ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে থাকা স্কট এডওয়ার্ডসের গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। 



promotional_ad

৪৮ বলে হাফ সেঞ্চুরি করা নিশানকা আউট হয়েছেন ৫২ বলে ৫৪ রানের ইনিংস খেলে। হাফ সেঞ্চুরি পেয়েছেন সামারাবিক্রমাও। ডানহাতি এই ব্যাটারকে খেলতে হয়েছে ৫৩ বল। এদিকে শ্রীলঙ্কাকে জয়ের পথে রেখে চারিথ আসালঙ্কার সাথে গড়েন ৭৭ রানের জুটি। ৪৪ রান করা আসালঙ্কা বিদায় নিলে ভাঙে তাদের এই জুটি। ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গেও ৭৬ রানের জুটি আছে সামারাবিক্রমার। 


সেই জুটিতে মাত্র ৩০ রান করেছেন ধনাঞ্জয়া, ৩৯ রান এসেছে সামারাবিক্রমার ব্যাট থেকে। কলিন অ্যাকারম্যানকে উইকেট দিয়ে ধনাঞ্জয়া ফিরলে ভাঙে এই জুটি। তবে দুশান হেমন্থকে নিয়ে শ্রীলঙ্কার প্রথম জয় নিশ্চিত করেন। দারুণ ব্যাটিং করা সামারাবিক্রমা অপরাজিত ছিলেন ৯১ রানে। 


এর আগে টস জয় করে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ডাচ অধিনায়ক এডওয়ার্ডস। তবে ডাচদের শুর থেকেই চেপে ধরেন লঙ্কান বোলার রাজিথা। তার প্রথম শিকার ছিল বিক্রমজিত সিং। মাত্র ৪ রান করে ফেরেন এই ওপেনার। এরপর ম্যাক্স ও'ডাউড ও কলিন অ্যাকারম্যান ৪১ রানের জুটি গড়লে সেটাও ভাঙেন রাজিথা। মাত্র ১৬ রান করেই আরেক ওপেনার ও'ডাউড ফেরেন বোল্ড হয়ে।


নিজের পরের ওভারে এসে আবারও আঘাত হানেন রাজিথা। এবার ফেরান উইকেটে থিতু হতে থাকা অ্যাকারম্যানকে। এরপর দলীয় ৬৮ রানে বাস ডি লিড (৬) ও ৭১ রানে তেজা নিদামানুরুকে (৯) ফেরান মাদুশঙ্কা। দলের হাল ধরতে সাউথ আফ্রিকা ম্যাচের মত এদিনও চেষ্টা করেন দলটির অধিনায়ক এডওয়ার্ডস। তবে ১৬ রান করে থিকশানার বলে বোল্ড হয়ে তিনিও সাজঘরের পথ ধরেন।



এরপর শঙ্কা জাগে ছোটো সংগ্রহের। তবে ম্যাচের চিত্র বদলে দেন লো অর্ডারের দুই ব্যাটার এঙ্গেলব্রেখট ও ভ্যান বিকের নৈপুণ্যে। দুজনে মিলে গড়েন ১৩০ রানের জুটি। এসময় দুজনি তুলে নেন হাফ সেঞ্চুরি। তবে দলীয় ২২১ রানে সেই জুটি ভাঙেন মাদুশঙ্কা। এই পেসারের বলে বোল্ড হওয়ার আগে ৮২ বলে ৪ চার ও এক ছক্কায় মহা গুরুত্বপূর্ণ ৭০ রান করেন এঙ্গেলব্রেখট।


এরপর রোলফ ভ্যান ডার মারওয়েকে (৭) ফেরান মাধুশাংকা। এর কিছুক্ষণ পর আউট হন ভ্যান বিক। এক ছক্কা ও চারে ৭৫ বলে ৫৯ রান করে তিনি শিকার হন রাজিথার। এরপর আর কেউ দলের হাল ধরতে পারেনি। সবশেষ পল ভ্যান মিকেরেন রান আউট হলে। দুই বল হাঁতে থাকতেই ২৬২ রানে গুটিয়ে যায় ডাচরা। লঙ্কানদের হয়ে চারটি করে উইকেট নেন রাজিথা ও মাদুশঙ্কা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball