মার্শের কারণে উসামার সেই ক্যাচ মিস দেখেননি ওয়ার্নার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ায় ‘বাজবল’ ঝুঁকিপূর্ণ হবে, দাবি ওয়ার্নারের
১৫ মার্চ ২৫
পাকিস্তানের বিপক্ষে ১৬৩ রানের কাব্যিক এক ইনিংস খেলে দল জিতিয়েছেন ডেভিড ওয়ার্নার। যদিও এই ইনিংস খেলার পথে তার সহজ ক্যাচ ছাড়েন উসামা মির। পাকিস্তানের অভিষিক্ত এই লেগ স্পিনার যখন ক্যাচটি ছাড়েন সেটি অবশ্য দেখতে পাননি ওয়ার্নার। এ কারণে তিনি দায়ী করছেন অপরপ্রান্তে দাঁড়িয়ে থাকা তারই ওপেনিং পার্টনার মিচেল মার্শকে।
অস্ট্রেলিয়ার ইনিংসে তখন মাত্র পঞ্চম ওভার। সবে হাত খুলে মার শুরু করেছিলেন ওয়ার্নার ও মার্শ। অফ স্টাম্পের বাইরে খাটো লেংথে একটি বল করেছিলেন শাহিন শাহ আফ্রিদি। ওয়ার্নার স্ট্রেটের ওপর দিয়ে তুলে মারতে চেয়েছিলেন। যদিও ব্যাটে তা ঠিকমতো লাগেনি।

যার কারণে বল উঠে যায় মিড অনে। পাকিস্তানি ফিল্ডার উসামা মির সেই সহজ ক্যাচটি ছেড়েছেন। ম্যাচ শেষে জানা গেল, এই ক্যাচ মিসটি নিজ চোখে দেখেননি ওয়ার্নার। নিজের খেলা শটে খুশি ছিলেন নয়া তিনি।
কোনো ঘোষণা দিচ্ছি না, আমি খেলা চালিয়ে যাব: কোহলি
২৩ ঘন্টা আগে
মার্শ বলেন, ''বাইসন'' এর (মিচেল মার্শের নাম) পেছনে ছিলাম। আমি আসলে (শটটা খেলে) খুশি হতে পারিনি। (ওই বলে) সিঙ্গেলও নিইনি। ওপেনিং ব্যাটসম্যান হলে ব্যাপারটা এমনই। মারতে গেলে সুযোগ দিতেই হয়।'
অস্ট্রেলিয়া দলে মার্শকে ‘বাইসন’ তকমা দিয়েছিলেন সাবেক পেসার জেসন গিলেস্পি। তার বড় মাথার কারণে তাকে 'বাইসন' তকমা দেন গিলেস্পি। এ দিন সেঞ্চুরি পান মার্শও। তিনি খেলেন ১২১ রানের আরেকটি দারুণ ইনিংস।
মার্শ প্রসঙ্গে ওয়ার্নার আরও বলেন, 'সে আমাকে বলেছিল, জন্মদিনে কখনোই সেভাবে রান পায়নি। তাই তার খুশিই হওয়ার কথা। আর ভারতীয় ঐতিহ্য অনুযায়ী তো আজ (গতকাল) রাতে তার মুখে কেক মাখা হবে।'