promotional_ad

অনিকের আক্ষেপের পরও এগিয়ে রংপুর

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জাতীয় লিগ টি-টোয়েন্টির আগে ফিটনেস টেস্টে পাস তামিম

৩ ডিসেম্বর ২৪
সংগৃহীত

ঢাকা মেট্রোর পেসারদের সামনে নাকাল হয়ে মাত্র ১১৯ রানে অল আউট হয়েছিল রংপুর বিভাগ। তবে আব্দুল গাফফার সাকলাইনদের দারুণ বোলিংয়ে ঢাকা মেট্রোর বড় লিড পাওয়া হয়নি। স্বাগতিকদের অল্পতেই আটকে দিয়ে উল্টো নিজেরা বড় লিডের পথে হাঁটছে।


যেখানে রংপুরকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অনিক সরকার। যদিও দিন শেষে ১ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়তে হয়েছে ডানহাতি এই ব্যাটারকে। ঢাকা মেট্রোর চেয়ে ২২৪ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবে রংপুরের নবীন ইসলাম ও নিহাদ উজ জামান।



promotional_ad

রংপুরের চেয়ে ৪২ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নামলেও এদিন ১২ রানের বেশি যোগ করতে পারেনি ঢাকা মেট্রো। ১২ রানে ৩ উইকেট হারিয়ে ১৭৩ রানে অল আউট হয় তারা। ৫৪ রানে পিছিয়ে থেকে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি রংপুর। ইনিংসের পঞ্চম ওভারেই রবিউল ইসলাম রবিকে হারায় তারা।


আবু হায়দার রনির বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে আউট হয়েছেন ৩ রান করা এই ব্যাটার। আরেক ওপেনার মেহেদী মারুফ ফিরে গেছেন ১৬ রান করে মানিক খানের বলে আরিফুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে। ৪৪ রানে ২ ‍উইকেট হারানোর পর রংপুরকে টেনেছেন মীম মোসাদ্দেক ও অনিক। তারা দুজনে মিলে যোগ করেন ৮৭ রান।


লম্বা সময় ব্যাটিং করা মীম মোসাদ্দেক ৩৭ রানে ফিরলে ভাঙে তাদের এই জুটি। এরপর তানবীর হায়দারকে সঙ্গ নিয়ে রংপুরের রান বাড়িয়েছেন অনিক। দারুণ ব্যাটিং করলেও সেঞ্চুরি পাওয়া হয়নি তার। আবু হায়দার রনির বলে আউট হয়েছেন ৯৯ রানের ইনিংস খেলে।



রান আউটে কাটা পড়ে ৩৯ করে ফিরেছেন তানবীর। অধিনায়ক আরিফুল হক আউট হয়েছেন ১৮ রান করে। শেষ বিকেলে রংপুরকে উইকেট হারাতে দেননি নবীন ও নিহাদ। তারা দুজনে মিলে দিনের খেলা শেষ করেছেন। যেখানে নবীন ২৫ এবং নিহাদ অপরাজিত ৩১ রানে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball