রাজস্থান ছেড়ে মুম্বাইয়ে মালিঙ্গা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্বাসরুদ্ধকর লড়াই শেষে মুম্বাই জিতল দ্বিতীয় শিরোপা
১৬ মার্চ ২৫
মুম্বাই ইন্ডিয়ান্সের কিংবদন্তি হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) বিদায় বলেছিলেন লাসিথ মালিঙ্গা। ক্রিকেট ছাড়ার পর রাজস্থান রয়্যালসের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন তিনি। কয়েক বছরের ব্যবধানে আবারও মুম্বাইয়ে ফিরছেন শ্রীলঙ্কার সাবেক এই পেসার। বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
২০০৯ সালে প্রথমবার মুম্বাইয়ের জার্সিতে খেলেছেন মালিঙ্গা। এক দশকের বেশি সময় মুম্বাইকে প্রতিনিধিত্ব করে ২০১৯ সালে আইপিএল থেকে অবসর নেন তিনি। ক্রিকেট ছাড়ার পর মুম্বাইয়ের বোলিং পরামর্শক ছিলেন লঙ্কান সাবেক এই পেসার।

এরপর দুই মৌসুম কাজ করেছেন রাজস্থানের হয়ে। সেখান থেকে আবারও নিজের পুরনো ঠিকানায় ফিরলেন মালিঙ্গা। কোচিং স্টাফে তার সঙ্গী হিসেবে আছেন সাউথ আফ্রিকার মার্ক বাউচার এবং ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। এদিকে মুম্বাইয়ে ফিরতে পেরে বেশ রোমাঞ্চিত তিনি।
এ প্রসঙ্গে মালিঙ্গা বলেন, ‘মার্ক, পলি, রোহিতদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। বিশেষ করে বোলিং ইউনিটের সঙ্গে। আগের বছর ওদের অ্যাপ্রোচ আমার ভাল লেগেছে। তরুণ প্রতিভারাও ভালো করেছে। মুম্বাই ইন্ডিয়ান্স পল্টনের সমর্থনে সাফল্যের আশা করছি।’
আইপিএলে রাজস্থানের হয়ে কাজ করলেও মুম্বাইয়ের সঙ্গে ছিলেন আলাদা লিগে। মুম্বাইয়ের অধীনে সাউথ আফ্রিকার এসএ টি-টোয়েন্টিতে এমআই কেপটাউন এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে এমআই নিউ ইয়র্কের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন। এবার মুম্বাইয়ের তিন দলেরই বোলিং কোচ হলেন তিনি।
প্রায় ১৩ বছর ধরে মুম্বাইয়ের সঙ্গে আছেন মালিঙ্গা। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত সাতটি শিরোপা জিতেছেন তিনি। যেখানে আইপিএলে চারটি, চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে খেলোয়াড় হিসেবে দুটি ট্রফি জিতেছেন। এদিকে মেজর লিগে মালিঙ্গার ট্রফি আছে পেস বোলিং কোচ হিসেবে।