promotional_ad

প্রথম ওভার থেকেই আক্রমণের বার্তা কামিন্সের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এখনই সিদ্ধান্ত না নিলে পাকিস্তানের পতন অনিবার্য: ইনজামাম

২ ঘন্টা আগে
পাকিস্তান দল ও ইনজামাম উল হক

পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে ধরা হয়েছিল। যদিও অস্ট্রেলিয়া টানা দুই হারের পর একটি ম্যাচে জয় পেয়েছে। ৩ ম্যাচ খেলে পাকিস্তানের জয় দুটিতে। শুক্রবার তারা একে অপরের বিপক্ষে মাঠে নামছে।


এই ম্যাচ জিতে সেমি ফাইনালের দৌড়ে টিকে থাকাই লক্ষ্য হবে দুই দলের। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে অস্ট্রেলিয়ার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে টপ অর্ডার ব্যাটারদের। বিশেষ করে স্টিভ স্মিথ ও মার্নাস ল্যাবুশেনের অধারাবাহিকতা ভাবাচ্ছে অজিদের।


ওপেনিং ব্যাটার মিচেল মার্শও রান পাচ্ছেন না। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে অবশ্য আশা দেখাচ্ছে বেঙ্গালুরুর উইকেট। এই মাঠ বরাবরই রানপ্রসবা। ফলে এই মাঠে ওয়ার্নার-স্মিথরা রান পাবেন বলে আশাবাদী অজি অধিনায়ক।



promotional_ad

কামিন্স বলেন, 'বেঙ্গালুরুর উইকেটে সব সময় বড় রান হয়। পিচ স্ট্রোক খেলার জন্য বেশ উপযুক্ত। মাঠ ছোট তাই এখানে খেলা ব্যাটসম্যানরা উপভোগ করে। এই মাঠে ব্যাটিং খুবই গুরুত্বপূর্ণ সবসময়। শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং খারাপ হয়নি। আশা করি, সেখান থেকে সামনের দিকে এগোতে পারব।’


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

প্রথম ওভার থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিয়ে কামিন্স বলেছেন, 'আমরা চাই, প্রথম ওভার থেকেই মিচ আর ডেভি বোলারদের শাসন করা শুরু করুক। ওরা নেটে প্রচুর পরিশ্রম করছে। সব কিছুই ঠিকঠাক করছে। আশা করছি, খুব দ্রুতই ওদের ব্যাট থেকে প্রচুর রান পাওয়া যাবে।'


কামিন্সকে কিছুটা স্বস্তি দিচ্ছে জস ইংলিসের ফর্ম। ইনজুরির কারণে অস্ট্রেলিয়া বেশ কিছুদিন ধরে পাচ্ছে না অ্যালেক্স ক্যারিকে। তার পরিবর্তে নিয়মিত উইকেট কিপিং করতে হচ্ছে ইংলিসকে। উইকেটের পেছনেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন ইংলিশ।


তার প্রশংসা করে কামিন্স বলেছেন, 'অ্যালেক্স শেষ কয়েকটা ম্যাচে খেলতে পারেনি সেটা দুর্ভাগ্যের। তার জায়গায় জস অবশ্য নিজের দক্ষতার ছাপ রেখে গিয়েছে।' এদিকে পাকিস্তানকে সমীহ করে কামিন্স বলেছেন, 'ওদের খুব ভালো পেসার আছে। ২০ ওভার বল করার মতো স্পিনার আছে। মোহাম্মদ রিজ়ওয়ান খুব ভালো ছন্দে আছে, বাবরও রয়েছে। আমি মনে করি সবমিলিয়ে পাকিস্তান যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ।’



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball