মুশফিক-রিয়াদকে উপরে দেখতে চান ওয়াসিম-মিসবাহ
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে পায়ের পেশিতে চোট পেয়েছিলেন সাকিব। এই চোটের কারণে ভারতের বিপক্ষে খেলতে পারেননি তিনি। সাকিব না থাকায় রোহিত শর্মাদের বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তবে ব্যাটে-বলে কেউই সাকিবের অভাব পূরণ করতে পারেননি।
সাকিব নেই এমন ম্যাচেও দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে ৬-৭ নম্বরে খেলানোর করা সমালোচনা করেছেন পাকিস্তানের দুই সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম ও মিসবাহ উল হক। দুজনেই মনে করেন এই ম্যাচে তাদেরকে আরও উপরে খেলানো উচিত ছিল।

আকরাম বিশেষ করে মাহমুদউল্লাহ রিয়াদের প্রশংসা করেছেন। মাহমুদউল্লাহর মতো ভালো টেকনিক ও অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যাটারকে কেন বাংলাদেশ ৭-৮ নম্বরে খেলাচ্ছেন এই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না 'সুলতান অব সুইং' খ্যাত এই পেসার। মিডল অর্ডার নিয়মিত ব্যর্থ হওয়ার পরও তাকে কেন ফিনিশার হিসেবে রেখে দেয়া হয়েছে এটা বুঝতে পারছেন না তিনি।
নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট শান্ত
৭ ঘন্টা আগে
পাকিস্তানের 'এ স্পোর্টস' এর ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে আকরাম বলেন, 'সাকিব ১০ ওভার বোলিং করে থাকে এবং টপ অর্ডারে একজন বিশেষজ্ঞ ব্যাটারের চাহিদা পূরণ করে থাকে। বাংলাদেশের কেউ একটি জিনিস আমাকে একটু বোঝান, যখন আপনি মিডল অর্ডার নিয়ে ধুকছেন আপনি কিভাবে ???পনার সবচেয়ে অভিজ্ঞ একজন ব্যাটার মাহমুদউল্লাহকে কেন ৭-৮ নম্বরে খেলানো হয়। তার টেকনিক ভালো, অভিজ্ঞতা আছে তাকে আপনারা ফিনিশার হিসেবে রেখে দিয়েছেন। যেখানে মিডল অর্ডার ব্যর্থ হচ্ছে।'
মুশফিক ৬ নম্বরে নেমে ৪৬ বলে ৩৮ রান করে আউট হয়েছেন। অন্যদিকে মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে ৩৬ বলে ৪৬ রানের ইনিংস। মূলত তার ব্যাটে ভর করেই বাংলাদেশের ইনিংস ২৫০ ছাড়িয়েছে। মিসবাহর ধারণা মুশফিক-মাহমুদউল্লাহ যখন ব্যাটিংয়ে এসেছেন ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। দুজনে মিডল অর্ডারে খেললে ম্যাচে নাগালে নেয়ার সুযোগ ছিল টাইগারদের।
সাবেক এই পাকিস্তান অধিনায়ক বলেন, 'মুশফিক ৬ নম্বরে এসেছে। সে ভালো ফর্মে আছে। সাকিব নেই তার যেই সুযোগটা ছিল সেটা ততক্ষণে শেষ হয়ে গেছে। আপনি কিছুটা হলেও তো পরিবর্তন করতে পারতেন। কারণ সাকিব নেই। জুটি প্রয়োজন ছিল। মুশফিক ভালো ফর্মে। এই দুজনে উপরে খেলালে তারা খেলাটাকে নিয়ন্ত্রণ করতে পারত।'