promotional_ad

বাংলাদেশ তো ইংল্যান্ড-অস্ট্রেলিয়া না: শেবাগ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

ভারতের বিপক্ষে পাত্তাই পায়নি বাংলাদেশ। জয়ের জন্য রোহিত শর্মাদের ২৫৭ রানের লক্ষ্য বেধে দিয়েছিল টাইগাররা। সেই লক্ষ্য ৭ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে ভারত। এমন ম্যাচের পর বাংলাদেশের কড়া সমালোচনা করেছেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ।


বাংলাদেশের দেয়া মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেছিলেন রোহিত শর্মা। ওপেনিং জুটিতে প্রথম পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৬৩ রান তুলে নিয়েছিল ভারত। শেবাগ অবশ্য মনে করেন সেটা কিছুটা কমই হয়েছে। ভারতের আরও বেশি রান তোলার দরকার ছিল।



promotional_ad

পাওয়ার প্লেতেই নাসুম আহমেদকে বোলিংয়ে নিয়ে এসেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে কাজের কাজ কিছুই হয়নি। উল্টো প্রতি আক্রমণে নিজেদের রান বাড়িয়েছেন রোহিত। পাওয়ার প্লেতে বাংলাদেশের স্পিনার নিয়ে আসা নিয়েও সমালোচনা করেছেন তিনি।


আরো পড়ুন

বাংলাদেশের জন্য ব্যাটার কুলদীপই যথেষ্ট ছিল: শেবাগ

২১ ফেব্রুয়ারি ২৫
কুলদীপ যাদব (বামে, বাংলাদেশ দল (মাঝে), বীরেন্দর শেবাগ (ডানে)

ক্রিকবাজে ম্যাচ পরবর্তী এক অনুষ্ঠানে শেবাগ বলেন, ‘দ্রুত স্পিনার নিয়ে এসেছে, কিন্তু তাতে কোনো লাভ তো হয়নি। তবে এটা হয়েছে, যে প্রথম ১০ ওভারে ভারতীয় দল যে ৮০-৯০ তুলছিল, সেটা কিছুটা কম হয়েছে। তবে স্পিনার নিয়ে আসা হয়েছিল উইকেটের জন্য, সেটা পাওয়ার প্লেতে মেলেনি। উইকেটও তো এমন ছিল না, টার্ন ছিল না। বল থেমে থেমে আসেনি, ব্যাটে আসছিল। আর এটা তো বাংলাদেশই, আমরা কি অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের কথা বলছি নাকি। ওদের কাছে প্রত্যাশাই এমন, সেখানেই ওরা থাকবে।’


বাংলাদেশ অবশ্য শুরুটা করেছিল দুর্দান্ত। এক সময় মনে হচ্ছিল বাংলাদেশ ৩০০ বা ৩৫০ এর কাছাকাছি রানও করতে পারে। ওপেনিং জুটিতেই তানজিদ হাসান তামিম ও লিটন দাস তুলেছিলেন ৯৩ রান। মূলত এরপরই ব্যাটিং ধস নামে বাংলাদেশের। ১৫তম ওভার থেকে ৪৫তম ওভারের মধ্যে ১২০ রান যোগ করলেও বাংলাদেশ হারায় ৬ উইকেট। শেবাগ অবশ্য জানতেন বাংলাদেশ ২৬০-২৬৫ রানের বেশি করতে পারবে না।



তিনি বলেন, ‘আমাদের অনুমান ছিল বাংলাদেশ ২৬০-২৬৫ রান হবে। সেটিই হয়েছে। আর এটা সাধারণ ক্রিকেট খেললেও হয়। এই বাংলাদেশ প্রত্যাশার চেয়ে কয়েকবার বেশি রান করে চমকে দিয়েছে। তবে আমি আজও বলি বাংলাদেশ বাংলাদেশই, তাদের যেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা না ভাবি।’


দেশের বাইরে বাংলাদেশের খেলা নিয়ে সমালোচনা করে শেবাগ বলেন, ‘ বাংলাদেশের বাইরে গেলে, উইকেটে থেকে সাহায্য না পেলে, তাদের দলের আসল চিত্রটা বেরিয়ে আসে। উইকেটে যদি সাহায্য না থাকে তখন সামর্থ্যের কথা আসে। ওই সামর্থ্যটাই এই দলের নেই। বাংলাদেশের আসলে সুযোগই ছিল না, তারা অপেক্ষা করেছে ৩৫ ওভারের পর কখন ম্যাচটা শেষ হয়। ’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball