ব্যাট করতে নেমেই নো বল-ফ্রি হিট পাওয়া স্বপ্নের মতো ছিল কোহলির

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট শান্ত
১০ ঘন্টা আগে
বিরাট কোহলি তখন ৭৪ রানে অপরাজিত। সেঞ্চুরি পেতে দরকার আরও ২৬ রান। ভারতের জিততেও সমান রান প্রয়োজন। এমন পরিস্থিতিতে যে কোনো ব্যাটারই সেঞ্চুরির চিন্তা বাদ দেবেন। তবে কোহলির ক্ষেত্রে এমনটি হয়নি। এরপর একটি রান নিতে পেরেছেন কেবল অপর প্রান্তের ব্যাটার লোকেশ রাহুল। ৯৭ বলে সেঞ্চুরি তুলে নিয়ে ভারতকে জিতিয়ে মাঠ ছেড়েছেন কোহলি।
এর মধ্যে দিয়ে বিশ্বকাপে তৃতীয় সেঞ্চুরি পেয়েছেন কোহলি। আর ওয়ানডেতে ৪৮টি সেঞ্চুরি নিয়ে শচিন টেন্ডুলকারের আরও কাছে পৌঁছে গেছেন ভারতের এই ব্যাটিং কাণ্ডারি। ৪৯টি সেঞ্চুরি নিয়ে ওয়ানডেতে এখনও সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক শচিন। বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে স্বপ্নের মতো শুরু পেয়েছিলেন কোহলি। হাসান মাহমুদের করা ফুলার লেন্থ ডেলিভারিতে মিড উইকেট দিয়ে চার মেরে ইনিংস শুরু করেছিলেন কোহলি।

যদিও বলটি ছিল নো। ফ্রি হিটে মিড অন দিয়ে আরেকটি চার মারেন কোহলি। সেই ফ্রি হিটও নো বল ছিল। পরের বলে বোলারের মাথার ওপর দিয়ে ছক্কা মারেন কোহলি। এমন শুরু পেয়েই বড় ইনিংস খেলার কথা ভাবছিলেন ভারতীয় এই ব্যাটার। হয়েছেও তাই। এমন ইনিংসের পর ম্যাচ সেরাও হয়েছেন কোহলি।
কোনো ঘোষণা দিচ্ছি না, আমি খেলা চালিয়ে যাব: কোহলি
১৬ মার্চ ২৫
নিজের এমন ইনিংস নিয়ে কোহলি বলেছেন, 'এটা (ম্যাচসেরার পুরষ্কার) চুরি করার জন্য দুঃখিত জাড্ডু। আমি বড় অবদান রাখতে চেয়েছিলাম। বিশ্বকাপে আমার বেশ কয়েকটি হাফ সেঞ্চুরি আছে। কিন্তু এগুলোকে বড় করতে পারিনি। আমি খেলাটা শেষ করে আসতে চেয়েছিলাম এবং শেষ পর্যন্ত থাকতে চেয়েছিলাম। যেটা আমি বছরের পর বছর ধরে দলের জন্য করছি। আমি শুভমানকে বলছিলাম, তুমি যদি স্বপ্নেও ভাবো এমন একটি পরিস্থিতি, তুমি ঘুম থেকে উঠলে, দেখলে এটা বাস্তব। আমার শুরুটা ছিল স্বপ্নের মতো। প্রথম বলেই চার মেরেছিলাম, দুটো ফ্রি হিট ছিল। একটি ছক্কা ও একটি চার মেরেছিলাম।'
রোহিত শর্মা ৪০ বলে ৪৮ রান করে ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে শুভমান গিলকে নিয়ে ৪২ বলে ৪৪, তৃতীয় উইকেটে শ্রেয়াস আইয়ারকে নিয়ে ৫৯ বলে ৪৬ ও চতুর্থ উইকেটে লোকেশ রাহুলকে নিয়ে ৭৪ বলে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ভারতের জয়ের নায়ক কোহলি। ম্যাচ শেষে এই ভারতীয় ব্যাটার জানিয়েছেন বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এই মোমেন্টামটা ধরে রাখা বড় প্রয়োজন ছিল তাদের।
কোহলি বলেন, 'উইকেট খুব ভালো ছিল এবং এটা আমাকে আমার খেলাটা খেলতে সাহায্য করেছে। গ্যাপে খেলতে পেরেছি, দ্রুত রান করেছি এবং বাউন্ডারিও পেয়েছি যখন প্রয়োজন ছিল। ভালো খেলার জন্য যথেষ্ঠ ভালো পরিবেশ ছিল। আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গ উপভোগ করেছি। সবাই সেই স্পিরিটটা মাঠে দেখতে পেরেছে। আমরা জানি এটা বড় টুর্নামেন্ট। আপনাকে মোমেন্টাম তৈরি করতে হবে। সবার জন্য পরিবেশ তৈরি করতে হবে যেন তারা এভাবে খেলতে পারে।'