নেদারল্যান্ডস ম্যাচের আগে ভারত যাচ্ছেন ম্যাথিউস-চামিরা
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নির্ধারিত সময়ের মাঝে চোট থেকে সেরে না উঠায় বিশ্বকাপ দলে রাখা হয়নি দুশমন্থ চামিরাকে। তবে সুস্থ হয়ে উঠায় রিজার্ভ ক্রিকেটার হিসেবে ভারত যাচ্ছেন ডানহাতি এই পেসার। চামিরার সঙ্গে রিজার্ভ ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কা দলের সঙ্গে যোগ দিচ্ছেন অ্যাঞ্জেলো ম্যাথিউসও। বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
বিশ্বকাপের জন্য পেসার হিসেবে শ্রীলঙ্কার প্রথম পছন্দ ছিলেন চামিরা। তবে ২৭ সেপ্টেম্বরের মাঝে ফিট হয়ে উঠতে পারেননি তিনি। সবশেষ জুনে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার হয়ে ওয়ানডে খেলেছেন ডানহাতি এই পেসার। জিম্বাবুয়ে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাই পর্বের আগে যা নিয়ে ভুগতে হয়েছে তাকে।

সেখান থেকে সেরে উঠলেও লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলার সময় আবারও চোটে পড়েন চামিরা। যে কারণে বিশ্বকাপ দলে জায়গা মেলেনি তার। এদিকে বিশ্বকাপ দলে সুযোগ মেলেনি জুনে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার হয়ে ওয়ানডে খেলা ম্যাথিউসের।
যদিও বিশ্বকাপ শুরুর বেশ কিছুদিন পর ভারত যাওয়ার সুযোগ মিলছে তাদের দুজনের। দলে ইনজুরির শঙ্কা থাকায় রিজার্ভ ক্রিকেটার হিসেবে যুক্ত করা হচ্ছে তাদের। ১৫ সদস্যের স্কোয়াডের কেউ চোটে পড়লেই কেবল তারা মূল দলে জায়গা পাবেন। এর আগে দলের সঙ্গে কেবল অনুশীলনই করবেন তারা।
দলের সঙ্গে যোগ দিতে শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভারত যাচ্ছেন চামিরা ও ম্যাথিউস। ২১ অক্টোবর হতে যাওয়া নেদারল্যান্ডস ম্যাচের আগেই লক্ষ্ণৌতে যোগ দেবেন তারা। এদিকে চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন অধিনায়ক দাসুন শানাকা। তার বদলি হিসেবে যুক্ত করা হয়েছে চামিকা করুনারত্নেকে।
ভারত বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার। সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং পাকিস্তানের বিপক্ষে খেলা তিন ম্যাচের তিনটিতেই হেরেছে তারা। এবারের বিশ্বকাপের একমাত্র দল হিসেবে এখনও জয়ের দেখা পায়নি শ্রীলঙ্কা। যার ফলে পয়েন্ট টেবিলের তলানীতে আছে কুশল মেন্ডিসের দল।