ভারতের খেলা সবাই দেখে, ওদের সঙ্গে ভালো খেলাটা দারুণ হবে: মিরাজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পরের প্রজন্মের জন্য ট্রফি জিততে চান মিরাজ
১৫ মার্চ ২৫
ক্রিকেটে জনপ্রিয় দেশগুলোর মধ্যে শীর্ষ সারির দেশগুলোর মধ্যেই থাকবে ভারত। ভারতের বাইরে অসংখ্য দেশ থেকেও তাদের খেলা অনুসরণ করেন ক্রিকেটপ্রেমীরা। তাই ভারতের বিপক্ষে ভালো খেললে সেটাও বেশি লোকের চোখে পড়ার কথা। এমনটাই বিশ্বাস মেহেদী হাসান মিরাজের।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। এই ম্যাচের আগেই বিশ্বকাপ আয়োজকদের নিয়ে এমনটা জানিয়েছেন মিরাজ।

আইসিসি প্রকাশিত ভিডিওতে তিনি বলেন, 'ভারত বর্তমানে খুবই ভালো দল। বিশ্বকাপ তাদের দেশেই হচ্ছে। তাই ভারতের খেলা সবাই দেখছে। ভারতের সঙ্গে যদি ভালো খেলি, তাহলে সেটা অবশ্যই আমার এবং দলের জন্য দারুণ।'
নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট শান্ত
১০ ঘন্টা আগে
এবারের বিশ্বকাপে এক একটি ম্যাচে এক এক রকম পজিশনে ব্যাটিং করছেন মিরাজ। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তিন নম্বরে নামেন মিরাজ। দল জিতলেও ইংল্যান্ডের বিপক্ষে মিরাজের জায়গা হয় পাঁচ নম্বরে।
সেই ম্যাচ হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে আবার আগের লাইন-আপে ফিরে যায় বাংলাদেশ। এবার তিনে নামেন মিরাজ। বিশ্বকাপের আগে গত এশিয়া কাপে ওপেনিংয়েও নামতে দেখা গেছে এই অলরাউন্ডারকে। ব্যাটিং পজিশনে এতো পরিবর্তনের জন্য সবসময়ই প্রস্তুত থাকেন তিনি।
মিরাজ আরও বলেন, 'আমি সবসময় দলের কথা চিন্তা করি। অবশ্যই দল জানতে চায়, আমি কোন পজিশনে আরও ভালো করব। কখনো ওপেনিংয়ে ব্যাটিং করতে হয়। কখনো মিডল অর্ডারে ব্যাটিং করতে হয়। কোচ সবসময় বলেন সব পজিশনে ব্যাটিং করার জন্য তৈরি থাকতে। যে পজিশনে সুযোগ মিলবে সেখানেই ব্যাটিং করতে। আমিও তাকে বলি, আমি যেকোনো পজিশনে খেলতে পারব, সমস্যা নেই।'
'যখন আপনি সেঞ্চুরি করতে চাইবেন তখন অবশ্যই আপনার স্কিল দরকার। আপনার ওরকম টেম্পারও থাকতে হবে। আমি তখন ইতিবাচক থাকারই চেষ্টা করি। তখন আমি নিজেকে বোঝাই, আমি পারব, আমি আরও ভালো পারব।'