promotional_ad

আমরা যেকোনো দলকে হারাতে পারি, ভারত ম্যাচের আগে হাথুরুসিংহে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট শান্ত

১০ ঘন্টা আগে
গণমাধ্যমে কথা বলছেন নাজমুল হোসেন শান্ত, ক্রিকফ্রেঞ্জি

বড় স্বপ্ন নিয়ে ভারতে গেলেও এখন পর্যন্ত বিশ্বকাপে নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারেনি বাংলাদেশ। তিন ম্যাচের দুটিতে হারায় খানিকটা চাপে থাকবে সাকিব আল হাসানের দল। ছন্দে থাকা ভারত ম্যাচের আগে চান্ডিকা হাথুরুসিংহে অবশ্য জানিয়েছেন, নিজেদের সামর্থ্য অনুযায়ী খেললে তারা যেকোনো দলকে হারাতে পারেন।


আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের সঙ্গে হেরেছে তারা। যেখানে ভালো বোলিংয়ের সঙ্গে ব্যাটিংটাও ঠিকঠাক করতে পারেননি টাইগাররা। এদিকে অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং পাকিস্তানকে হারিয়ে রীতিমতো উড়ছে ভারত। দারুণ ছন্দে থাকার পাশাপাশি শক্তিমত্তার বিচারে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকবে রোহিত শর্মার দল।



promotional_ad

সাউথ আফ্রিকা ও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে সঞ্জয় মাঞ্জরেকার জানিয়েছিলেন, বাংলাদেশ নিজেদের সেরা ক্রিকেট খেললেও ভারতকে হারাতে পারবে না। যদিও ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকারের সঙ্গে একমত নন হাথুরুসিংহে। বাংলাদেশের প্রধান কোচ মনে করেন নিজেদের খেলাটা খেলতে পারলে তারা যেকোনো দলকেই হারাতে পারেন।


ভারত ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেন, ‘আমি শুধু আমার দলকে বলতে পারি শতভাগ আর সেরাটা দেওয়ার জন্য। এর বাইরে কে কি বলছে সেসব আসলে আমার নিয়ন্ত্রণে খুব কমই থাকে। আমরা যদি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তবে যেকোনো দলকেই হারাতে পারবো।’


২০০৭ সালের পর বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। তবে সাম্প্রতিক পারফরম্যান্সে ভারতের চেয়ে খানিকটা এগিয়েই থাকবেন সাকিব। গত ডিসেম্বরে ঘরের মাঠে ভারতকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। সবশেষ এশিয়া কাপের দেখাতেও জয় পেয়েছে টাইগাররা। অর্থাৎ সবশেষ চার দেখার তিনটিতেইর জয় পেয়েছে হাথুরুসিংহের শিষ্যরা।



সাম্প্রতিক পারফরম্যান্সে এগিয়ে থাকলেও হাথুরুসিংহে সেটি নিয়ে আত্মতুষ্ট হচ্ছেন না। বাংলাদেশের প্রধান কোচ বলেন, ‘সাম্প্রতিক সময়ে ভারতের বিপক্ষে আমাদের সাফল্য আছে। কিন্তু বিশ্বকাপে এটা ভিন্ন ধরনের খেলা। আমরা আশা করছি পরিপূর্ণ একটা খেলা খেলতে পারবো। ভারত বিশ্বকাপে ফর্মে থাকা দল। আমরা এখনও সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball