আম্পায়ারদের পরিসংখ্যানও বড় পর্দায় দেখতে চান ওয়ার্নার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
শ্রীলঙ্কার বিপক্ষে ৬ বলে ১১ রান করে এলবিডব্লু হয়ে আউট হয়েছিলেন ডেভিড ওয়ার্নার। আউট হওয়ার পর আম্পায়ারের সিদ্ধান্তে নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন তিনি। ওয়ার্নার অবশ্য রিভিউ নিয়েছিলেন। সেখানে দেখা যায় বল লেগ স্টাম্প ছুঁয়ে চলে যেত। পিচিং এবং ইমপ্যাক্ট লাইনের মধ্যে থাকায় আম্পায়ার্স কলের কারণে ওয়ার্নারের আউট বহাল থেকেছিল।
এমন আউটের পর আম্পায়ার জোয়েল উইলসনের দিকে তাকিয়ে কিছু একটা বলতে দেখা যায় ওয়ার্নারকে। তার অভিব্যক্তিতেই বোঝা যাচ্ছিল আম্পায়ারের এমন সিদ্ধান্তে মোটেই সন্তুষ্ট নন তিনি। ওয়ার্নার অবশ্য এই বিষয়টি খোলাসা করেছেন। তিনি জানিয়েছেন আম্পায়ারকে আউট দেয়ার কারণ জিজ্ঞেস করেছিলেন। আম্পায়ারও নিজের যুক্তি দেখিয়েছিলেন।

এ প্রসঙ্গে ওয়ার্নার বলেন, 'হতাশা থেকে আমি জোরে চিৎকার করছিলাম এবং সেটা শুধু নিজের দিকেই নয়... কারণ বলটি নিচু হয়েছিল। যখন বল আমার পায়ে আঘাত করেছিল আমি বুঝতে পেরেছিলাম বলটি লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে যাবে। আমি জোয়েলকে জিজ্ঞেস করেছিলাম কেন আমাকে সে আউট দিল। আসলে হয়েছিলটা কি। সে আমাকে বলেছিল বলটি সুইং করেছিল। রিপ্লে দেখে আপনি কিছুটা বিরক্ত হবেন। এই বিষয়টি আমাদের নিয়ন্ত্রণের বাইরে।'
অস্ট্রেলিয়ায় ‘বাজবল’ ঝুঁকিপূর্ণ হবে, দাবি ওয়ার্নারের
১৫ মার্চ ২৫
ওয়ার্নারের চাওয়া ক্রিকেটারদের মতো মাঠে নামার পর আম্পায়ারদের পরিসংখ্যানও দর্শকদের জন্য উন্মুক্ত করে দেয়া হোক। তাহলে তাদেরও জবাবদিহিতা বাড়বে বলে বিশ্বাস এই অজি ওপেনারের। আম্পায়ারদের পরিসংখ্যান দেখতে চেয়ে এনএফএল ও এনআরএলের উদাহরণ টেনেছেন ওয়ার্নার।
তার ভাষ্য, 'আমি যেটা দেখতে চাই তার পরিপ্রেক্ষিতে বলার অনেক কিছুই আছে। তবে এটা সম্ভবত পাওয়া যাবে না। আপনি ব্যাট করতে নামলেই দেখবেন খেলোয়াড়দের পরিসংখ্যান বোর্ডে উঠে আসে। আমি দেখতে চাই যখন আম্পায়ারদের নাম ঘোষণা হবে, তাদের স্ক্রিনে দেখানো হবে, আমি চাই তখন তাদের পরিসংখ্যানও বোর্ডে আসুক। যেমনটা (এনআরএল) ও (এনএফএলে) দেখা যায়। দর্শকদের জন্যও এটি দেখাটা দারুণ হবে বলে আমার মনে হয়।'