promotional_ad

বিশ্বকাপ জুড়ে চলবে ব্যাটিং অর্ডারে পরীক্ষা-নিরীক্ষা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপের শুরুটা জয় দিয়ে হলেও পরের দুই ম্যাচে টানা হার বাংলাদেশকে ঠেলে দিয়েছে ব্যাকফুটে। এর মধ্যে সাকিব আল হাসানের চোট, ব্যাটিং অর্ডারে রদ-বদল ও টপ অর্ডারের টানা ব্যর্থতাও দুশ্চিন্তার কারণ। তবে সবচেয়ে বেশি আলোচনায় অস্থায়ী ব্যাটিং অর্ডার! ভারতের বিপক্ষে ম্যাচেও ব্যাটিং অর্ডারে থাকতে পারে চমক, সংবাদ সম্মেলনে এমনটাই ইঙ্গিত দিয়েছেন চান্ডিকা হাথুরুসিংহে। 


ওপেনিংয়ে লিটন দাস ইং??্যান্ডের বিপক্ষে ৭৬ রানের ইনিংস খেললেও বাকি দুই ম্যাচে হয়েছেন ব্যর্থ। আরেক ওপেনার তানজিদ হাসান প্রস্তুতি ম্যাচে ঝলক দেখালেও মূল পর্বে রানের দেখা পাননি। নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজের পজিশন বদলেছে এখন পর্যন্ত প্রতি ম্যাচেই।



promotional_ad

এমন অবস্থায় ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশের স্থায়ী ব্যাটিং অর্ডার ও ওপেনার থেকে রান প্রয়োজন। কিন্তু হাথুরুসিংহে ইঙ্গিত দিয়েছেন পুরো বিশ্বকাপ জুড়েই ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারে বাংলাদেশ। এমনও হতে পারে গুরুত্বপূর্ণ এই ম্যাচে লিটনের সঙ্গী হিসেবে নামতে পারেন সাকিব। তবে পুরোটাই নির্ভরত করতে পারে তার শতভাগ ফিটনেসের ওপর।


তানজিদ রান না পাওয়ায় তার জায়গায় ম্যানেজম্যান্ট চাইলে সাকিবকে খেলিয়ে দেখতে পারে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চোট পেয়ে পাওয়ার প্লেতে ওপেন করেছিলেন সাকিব। ভারতের বিপক্ষেও কি সাকিবকে নিয়ে এমন কিছু ভাবছে ম্যানেজম্যান্ট?


ব্যাটিং অর্ডারে রদ-বদল নিয়ে হাথুরুসিংহে বলেন, 'ব্যাটিং অর্ডারটা আমরা আমাদের পরিকল্পনা মোতাবেকই সাজাচ্ছি। আমরা ম্যাচের কম্বিনেশন অনুযায়ী অর্ডার সাজিয়ে থাকি। এই বিষয়ে আমার ছেলেদের সঙ্গে পরিষ্কার আলোচনা হয়েছে, ওরাও এই বিষয়ে অবগত। আমরা কিভাবে খেলতে চাই সেভাবে অনুশীলনও চালিয়েছি। কেউ অভিযোগ করেনি, কখনও সফল হয়েছি আবার কখনও ব্যর্থ। আমরা এই পরিকল্পনাতেই পুরো ওয়ার্ল্ডকাপ খেলব।'



এদিকে টানা দুই হারে প্রশ্ন উঠেছে দলের অবস্থা নিয়েও। হাথুরুসিংহে অবশ্য মনে করছেন, ব্যাটাররা তাদের সামর্থ্য অনুযায়ী ব্যাটিং করতে পারেনি। তবে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্যাটাররা ছন্দে ফিরবে বলে আশা করছেন বাংলাদেশের প্রধান কোচ।


হাথুরুসিংহে বলেন, 'আমার মনে হয় না দলের অবস্থা অগোছালো। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারছি না। আমি জানি ছেলেরা এখন যেমন খেলছে তার চেয়েও ভালো খেলতে চায়। ব্যাটিং গ্রুপ নিয়ে আমরা এখনও পুরোপুরি পারফরম্যান্স পাইনি। এখনও পুরো সামর্থ্য প্রমাণ করা হয়নি ব্যাটিংয়ে। আশা করছি এই ম্যাচ দিয়েই ব্যাটাররা রানে ফিরবে কারণ উইকেটটা ব্যাটারদের পক্ষে কথা বলতে পারে। আমিও আশা করছি, ছেলেরা তাদের সেরাটা দিয়েই খেলবে।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball