সাকিবের জন্য সকাল পর্যন্ত অপেক্ষা করবে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট শান্ত
১০ ঘন্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে পেশির চোটে পড়েছিলেন সাকিব আল হাসান। যদিও সে সময় ব্যাটিং চালিয়ে গিয়েছিলেন তিনি। পরে নিজের ১০ ওভারের বোলিং কোটাও পূরণ করেছিলেন এই টাইগার অলরাউন্ডার।
ম্যাচ শেষ হওয়ার আগেই স্ক্যান করানোর জন্য হাসপাতালে ছুটতে হয়েছিল তাকে। যদিও সেই স্ক্যান রিপোর্টে কি এসেছিল তা খোলাসা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মূলত এ কারণেই ভারতের বিপক্ষে ম্যাচের আগে সাকিবকে ঘিরে অনিশ্চয়তা ঘিরে ধরেছে।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে লম্বা সময় ব্যাটিং করেছেন যদিও বোলিং করেননি তিনি। বুধবারও সাকিবের আরেকটি স্ক্যান করানো হয়েছে। সেই রিপোর্ট হাতে পেলেই সাকিবকে নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে।
কোনো ঘোষণা দিচ্ছি না, আমি খেলা চালিয়ে যাব: কোহলি
১৬ মার্চ ২৫
ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচের আগে টাইগার কোচ জানিয়েছেন সাকিব খেলার মতো ফিট না থাকলে তাকে নিয়ে ঝুঁকি নিতে চান না। সাকিব যদি ম্যাচ খেলার জন্য তৈরি থাকেন তাহলে তাকে নিয়েই মাঠে নামবেন বলে জানিয়েছেন হাথুরুসিংহে।
তিনি বলেন, 'আমরা আজকে স্ক্যান করিয়েছি। আমরা ফলাফলের জন্য অপেক্ষা করছি। এই মুহূর্তে সে ঠিক আছে। যদিও সে বোলিং করেনি। কালকে সকালে আসবে এবং তাকে আমরা দেখে সিদ্ধান্ত নেব। সে যদি খেলার জন্য তৈরি না থাকে তাহলে আমরা তাকে নিয়ে ঝুঁকি নিতে চাই না। যদি সে তৈরি থাকে তাহলে খেলবে।'
দলের কম্বিনেশনে চমক থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন হাথুরুসিংহে। তিনি বলেছেন, ‘তাদের (ভারত) বিপক্ষে আমাদের পরিকল্পনা আছে। সম্ভবত একাদশের কম্বিনেশন ভিন্ন হবে। উইকেট এবং প্রতিপক্ষ বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নেব। এই কন্ডিশনে আদর্শ একাদশ হচ্ছে বোলিং অপশন বাড়ানো।’