promotional_ad

টানা চার জয়ে সেমিফাইনালে এক পা নিউজিল্যান্ডের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

শুরু ও শেষের অমিলে ৯ উইকেটে নিউজিল্যান্ডের ৩১৫

১৪ ডিসেম্বর ২৪
দিনের শেষ বলে ছক্বা মেরে হাফ সেঞ্চুরি করেছেন মিচেল স্যান্টনার

আফগানিস্তানকে ১৪৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপে টানা চার ম্যাচে জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ের ফলে সেমি ফাইনালের দৌড়ে নিজেদের জায়গা আরও জোরালো করল কিউইরা। নিউজিল্যান্ডের দেয়া ২৮৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩৯ রানে অল আউট হয়েছে আফগানিস্তান। 


মাঝারি লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু পায়নি আফগানরা। তারা ৪৩ রানের মধ্যে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায়। এই বিপর্যয় থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। দলটির হয়ে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেছেন রহমত শাহ। এ ছাড়া আজমতউল্লাহ ওমরজাই ২৭ ও ইকরাম আলী খিল ১৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন।


আর কেউই বলার মতো রান করতে পারেননি। আফগানদের মূলত ধসিয়ে দিয়েছেন মিচেল স্যান্টনার ও লকি ফার্গুসন। এই দুই বোলার মিলেই নিয়েছেন ৬টি উইকেট। ২টি উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। একটি করে উইকেট পেয়েছেন ম্যাট হ্যানরি ও রাচিন রবীন্দ্র।



promotional_ad

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ফজলহক ফারুকি ও মুজিব উর রহমানদের সহজে খেলতে পারেননি ডেভন কনওয়ে এবং ইয়াং। তাদের দুজনের জুটি বড় হতে দেননি মুজিব। ডানহাতি এই স্পিনারের ফুলার লেংথ ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়ে ফেরেন কনওয়ে। যদিও শুরুতে আউট দেননি আম্পায়ার।


আরো পড়ুন

ফিলিপস ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু কিউইদের

৯ ফেব্রুয়ারি ২৫
অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলার পথে গ্লেন ফিলিপস, ফাইল ফটো

ছন্দে থাকা কনওয়েকে ফেরাতে রিভিউ নেয় আফগানিস্তান। তাতে সাজঘরে ফিরতে হয় ২০ রান করা কনওয়েকে। তিনে নেমে ইয়াংয়ের সাথে বেশ ভালো জুটি গড়েন রাচিন রবীন্দ্র। তারা দুজনে মিলে যোগ করেন ৭৯ রানে। যেখানে দারুণ ব্যাটিংয়ে ৫৭ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ইয়াং। রাচিনের বিদায়ে ভাঙে তাদের জুটি।


আজমতউল্লাহ ওমরজাইয়ের লেংথ ডেলিভারিতে ক্রস ব্যাটে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন ৩২ রান করা রাচিন। হাফ সেঞ্চুরির পর ফিরেছেন ইয়াংও। ওমরজাইয়ের সেই ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরের পথে হেঁটেছেন ৫৪ রানের ইনিংস খেলা ডানহাতি এই ওপেনার।


এদিকে দ্রুত বিদায় নিয়েছেন ড্যারিল মিচেল। রশিদ খানের বলে মিড উইকেটে ক্যাচ দিয়ে আউট হয়েছেন তিনি। ৯ বলের ব্যবধানে ৩ উইকেট হারানোর পর নিউজিল্যান্ডকে টেনেছেন লাথাম ও ফিলিপস। তারা দুজনে হাফ সেঞ্চুরি করার সঙ্গে গড়েছেন ১৪৪ রানের জুটি।



৬৯ বলে হাফ সেঞ্চুরি করা ফিলিপস উইকেট দিয়েছেন নাভিন উল হককে। ডানহাতি এই ব্যাটার খেলেছেন ৭১ রানের ইনিংস। আরেক ব্যাটার লাথামকেও আউট করেছেন নাভিন। কিউই অধিনায়ক ফিরেছেন ৬৮ রান করে। শেষদিকে চ্যাপম্যান ১২ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস খেললে ২৮৮ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball