promotional_ad

পাক-ভারত ম্যাচ নিয়ে আইসিসির কাছে পিসিবির অভিযোগ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

১৪ অক্টোবর ভারতের বিপক্ষে ৭ উইকেটে হারে পাকিস্তান। সেদিন স্টেডিয়ামে প্রায় ১ লক্ষ্য ২০ হাজার দর্শকের মধ্যে পাকিস্তানের সমর্থক ছিলো না বললেই চলে। এমন কাণ্ডে ম্যাচ শেষে পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার মন্তব্য করেছিলেন আইসিসির নয়, যেনো বিসিসিআইয়ের কোনও ইভেন্টে খেলেছেন তারা। এবার সেই সকল সমস্যা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বরাবর অভিযোগ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


চলতি বিশ্বকাপে পাকিস্তানের সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল ভিসা জটিলতা। এই সমস্যায় ভুগতে হয়েছে স্বয়ং পাকিস্তান দলের ক্রিকেটারদের। বিমানে উঠার মাত্র একদিন আগে ভিসা হাতে পায় তারা। এমনকি তাদের ৬০ জন গণমাধ্যম কর্মীদের মধ্যে ভিসা জটিলতায় শুক্রবারের আগে মাত্র তিনজন সাংবাদিক ভারতে পৌঁছাতে পেরেছিলেন। সেখানে খুব স্বাভাবিক ভাবেই সমর্থকরা ভারতে আসার সুযোগ পায়নি।



promotional_ad

এদিকে নরেন্দ্র মোদি স্টেডিয়ামকে সেদিন ভারতের সমর্থকরা নীল সমুদ্রে পরিণত করেছিল। সেখানে একজন পাকিস্তান সমর্থক পাওয়াই ছিল দুষ্কর। ম্যাচ হারে এটাও একটা বড় ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেন আর্থার। পিসিবিও মাঠের ব্যাপারটি সহজ ভাবে নেয়নি। ফলে আইসিসির কাছে বোর্ডটি একটি অভিযোগ দায়ের করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (টুইটারে) ব্যাপারটি নিশ্চিত করেছে পিসিবি।


আরো পড়ুন

বোলারকে ধাক্কা দিয়ে খুশদিলের জরিমানা

৪ ঘন্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ের সময় খুশদিল শাহ

পিসিবির অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে দেয়া পোস্টে বলা হয়েছে, 'পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাকিস্তানি সাংবাদিকদের জন্য ভিসা বিলম্ব এবং চলমান বিশ্বকাপ ২০২৩ এর জন্য পাকিস্তান সমর্থকদের ভিসা নীতি না থাকার  কারণে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে পিসিবি।'


এর আগে বিশ্বকাপে ক্রিকেটারদের ভিসা বিলম্ব নিয়েও আইসিসির কাছে একটি অভিযোগ দায়ের করেছিলো পিসিবি। তবে এবারের অভিযোগে প্রাধান্য পেয়েছে ১৪ অক্টোবরের ম্যাচ। সেদিন ম্যাচে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ নিজেও উপস্থিত ছিলেন। এক সূত্রে জানা যায় আশরাফ নিজেও ম্যাচের কিছু বিষয়ে বেশ বিরক্ত ছিলেন। তবে সেই বিষয়গুলো কি সেটা উল্ল্যেখ করেনি বোর্ডটি।



এই ব্যাপারে তারা আরও বলেন, 'পিসিবি ১৪ অক্টোবর অনুষ্ঠিত ভারত বনাম পাকিস্তান ম্যাচের সময় পাকিস্তান দলকে লক্ষ করে অনুপযুক্ত আচরণ করা হয়েছে মর্মে অভিযোগ দায়ের করেছে।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball