promotional_ad

নেদারল্যান্ডসের মতোই বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে ভারত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট শান্ত

১০ ঘন্টা আগে
গণমাধ্যমে কথা বলছেন নাজমুল হোসেন শান্ত, ক্রিকফ্রেঞ্জি

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে ভারত। তিনটি ম্যাচের তিনটিতেই জিতেছে রোহিত শর্মার দল। সঙ্গে ১.৮২১ রান রেট নিয়ে পয়েন্ট তালিকার একেবারে শীর্ষে ভারত। পুনেতে আগামীকাল বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে স্বাগতিকরা। এই ম্যাচে বাংলাদেশকে মোটেও হালকাভাবে দেখছে না ভারত।


ভারত নিজেদের প্রথম ম্যাচেই হারিয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়াকে। দ্বিতীয় ম্যাচে ভারত হারায় আফগানিস্তানকে। তৃতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদেরও পাত্তা দেয়নি দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


এদিকে বিশ্বকাপে ভারতের যেমনটা শুরু পেয়েছে, বাংলাদেশ যেন ঠিক তার বিপরীত মেরুতে। আসরে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারালেও দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড এবং তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ধরাশায়ী হয়েছে টাইগাররা। তবে এসব নিয়ে একেবারেই ভাবছে না ভারত।



promotional_ad

বাংলাদেশকে সমীহ করেই খেলতে নামবে রোহিতের দল। দলটির বোলিং কোচ পরশ মামব্রে বলেন, 'সত্যি কথা বলতে আপনি যখন বিশ্বকাপে খেলবেন তখন প্রতিটি দলই আপনাকে চ্যালেঞ্জ জানাবে। আমার দৃষ্টিতে কোন দলকেই হালকাভাবে নেয়ার সুযোগ নেই। কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয় তবে আমাদের দৃষ্টিকোণ থেকে যদি বলি তাহলে প্রতিটি খেলাই সমান গুরুত্বপূর্ণ।'


আরো পড়ুন

কোনো ঘোষণা দিচ্ছি না, আমি খেলা চালিয়ে যাব: কোহলি

১৬ মার্চ ২৫
বিরাট কোহলি

'আমরা নয়টা ভিন্ন দল, নয়টা ভিন্ন ভেন্যু এবং নয়টা ভিন্ন মাঠে খেলব। এখানে আমাদের ভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আমরা সেটার জন্য পুরোপুরি প্রস্তুত। আপনি বাংলাদেশের কথা বলুন কিংবা নেদারল্যান্ডস, আমরা সব ম্যাচকেই সমান গুরুত্বের সঙ্গে দেখছি।'


বিশ্বকাপে প্রতি ম্যাচেই দাপট দেখাচ্ছে ভারত। ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে পরিকল্পনা বাস্তবায়ন করে দারুণ পরিস্থিতি তৈরি করছে তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই রানে তিন উইকেট পড়ার পর ঘুরে দাঁড়িয়ে সেই ম্যাচ জিতে ভারত। আরেক ম্যাচে উড়তে থাকা পাকিস্তানকে শেষ ৩৬ রানের মধ্যে আট উইকেট ফেলে দেয় তারা।


বাংলাদেশের বিপক্ষেও পরিকল্পনায় অটুট থাকতে চায় ভারত। মামব্রে আরও বলেন, 'এটা কেবলই একটা খেলা। আপনাকে সামর্থ্যের সেরাটা দিয়ে পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করতে হবে। আমি একটু আগেও বলেছি তারা কঠিন প্রতিপক্ষ। প্রতিটি খেলা, প্রতিটি প্রতিপক্ষ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আসলে তাদের দিকে নজর দিচ্ছি না।'



'বরং আমরা এই ম্যাচ থেকে কি অর্জন করতে পারি সেটাতে নজর দিচ্ছি। আমাদের একটা পরিকল্পনা আছে, আমরা যদি সেটার বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা জিতব। আমরা দলের মাঝে শুধু এটাই আলোচনা করতে পারি। এই বাইরে কিছু নেই।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball