promotional_ad

৫ বার কোহলিকে আউট করেছি, আবারও পেলে ভালো লাগবে: সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

ঘরের মাঠে বিশ্বকাপ খেলছে ভারত। এরই মধ্যে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে রোহিত শর্মার দল। বৃহস্পতিবার তারা নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে। এই ম্যাচে বাংলাদেশকে খাটো করে দেখছে না স্বাগতিকরা।


স্টার স্পোর্টসের এক প্রমোশনাল ভিডিওতে ভারতীয় ব্যাটার বিরাট কোহলি জানিয়েছেন, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে কোনো ছোট দল নেই। বড় টুর্নামেন্টে সবাই বড় দলগুলোর দিকে মনযোগ রাখলেও ছোট দলগুলোও যেকোনো সময় যে কাউকে হারিয়ে দিতে পারে।



promotional_ad

তাই বাংলাদেশকেও সমীহ করছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার। এ প্রসঙ্গে কোহলি বলেছেন, 'বিশ্বকাপে কোনো ছোট দল নেই। বিশ্বকাপ যখন হয় তখন সবাই বড় দলগুলোর ওপর নজর রাখে। কিন্তু এখানে অনেক অঘটনও হয়।'


আরো পড়ুন

নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট শান্ত

১৮ ঘন্টা আগে
গণমাধ্যমে কথা বলছেন নাজমুল হোসেন শান্ত, ক্রিকফ্রেঞ্জি

বিশ্বকাপে মাঠে নামার আগে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের প্রশংসা করেছেন তিনি। বিশেষ করে সাকিবের ইকোনোমিক্যাল বোলিংয়ের কথা তুলে ধরেছেন কোহলি। বাংলাদেশের বিপক্ষেও নিজের সেরাটা দিতে চান এই ভারতীয় ব্যাটার। তিনি জানেন সেরাটা দিতে না পারলে বাংলাদেশও চেপে ধরতে পারে তাদের।


কোহলির ভাষ্য, 'সে অনেক অভিজ্ঞ ক্রিকেটার। তার বিপক্ষে আমি অনেক খেলেছি। তার কন্ট্রোল দারুণ। অনেক অভিজ্ঞ বোলার সে। নতুন বলে সে দারুণ বোলিং করে থাকে। ব্যাটসম্যানকে বিভ্রান্ত করতে পারে। খুবই ইকোনোমিক্যাল বোলিং করে সে। সব বোলারের বিপক্ষে নিজের সেরা খেলাটা খেলতে হয়। যদি না পারেন তাহলে চাপে ফেলবে এবং আপনাকে আউট করার সুযোগ বেড়ে যাবে।'



স্টার স্পোর্টসের সেই ভিডিওতে কথা বলেছেন সাকিবও। তিনি ৫ বার কোহলিকে আউট করেছেন। আবারও আউট করতে পারলে ভালো লাগবে বলে জানিয়েছেন এই টাইগার অলরাউন্ডার। তিনি বলেন, 'সে বিশেষ একজন ক্রিকেটার। সম্ভবত মডার্ণ ক্রিকেটে সে সেরা ব্যাটার। আমি ভাগ্যবান তাকে ৫ বার আউট করতে পেরে। যদি তার উইকেট পাই তাহলে দারুণ ব্যাপার হবে।'


ভিডিওর শেষ দিকে হার্দিক পান্ডিয়াও সাকিবের প্রশংসা করেছেন। তিনি বলেন, 'সাকিব খুবই স্মার্ট বোলার। অনেক স্মার্ট ক্রিকেটার। অনেক বছর ধরে বাংলাদেশের ভার কাঁধে নিয়েছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball