promotional_ad

স্টোকসকে ফেরাও, ইংল্যান্ডকে নাসের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে স্টোকসকে চান না ব্রড

১৪ মার্চ ২৫
স্টুয়ার্ট ব্রড (বামে) ও বেন স্টোকস (ডানে), ফাইল ছবি

বিশ্বকাপ খেলার জন্য ওয়ানডে থেকে অবসর ভেঙে ফিরেছেন বেন স্টোকস। বিশ্বকাপ শুরু হয়েছে, ইংল্যান্ডও তিনটি ম্যাচ খেলে ফেলেছে। তবে এখনও বিশ্বকাপের ম্যাচ খেলতে নামা হয়নি স্টোকসের। তবে ফিট থাকলে সাউথ আফ্রিকার বিপক্ষে স্টোকসকে ফেরাতে বলছেন নাসের হুসেইন।


লম্বা সময় ধরেই হাঁটুর চোট বয়ে বেড়াচ্ছেন স্টোকস। অস্ত্রোপচার না করিয়ে বরং বিশ্বকাপ খেলাকে প্রাধান্য দেন তারকা এই অলরাউন্ডার। বিশ্বকাপের আগে থেকেই দুশ্চিন্তা ছিল তাকে ঘিরে। ঝুঁকি এড়াতে যে কারণে এবারের আসরে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলার সিদ্ধান্ত নেন তিনি। তবুও পাওয়া যাচ্ছে না স্টোকসকে।



promotional_ad

বর্তমানে নিতম্বের চোটে ভুগছেন ইংলিশ এই ক্রিকেটার। বিশ্বকাপের আগে ‍দুটি প্রস্তুতি ম্যাচ ছিল ইংল্যান্ডের। বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ভারতের বিপক্ষে খেলার প্রয়োজন পড়েনি। তবে বাংলাদেশের বিপক্ষে খেলার সুযোগ থাকলেও ফিট না থাকায় খেলেননি তিনি। সেদিন ক্রিকেটারদের জন্য পানি টেনেছেন স্টোকস।


আরো পড়ুন

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, সাকিবদের দেশপ্রেম ও নাসেরের চোখে বাস্তবতা

৩০ মার্চ ২৩
সাকিব আল হাসান / সংগৃহীত

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তাকে প্রয়োজন পড়লেও খেলতে পারেনি তিনি। স্টোকসকে পাওয়া যায়নি বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষেও। তিন ম্যাচের দুটিতে হারা ইংল্যান্ড পরের ম্যাচ খেলতে নামবে সাউথ আফ্রিকার বিপক্ষে। এদিকে প্রতি ম্যাচেই ইংল্যান্ডকে সেরা একাদশ নামাতে বলছেন নাসের।


ইংল্যান্ডের সাবেক অধিনায়ক তার একটি কলামে লিখেন, ‘প্রতিটি ম্যাচেই ইংল্যান্ডকে সেরা একাদশ নামাতে হবে। অর্থাৎ বেন স্টোকসকে ফেরাতেই হবে, যদি সে ফিট থাকে। আমার কাছে কেন জানি মনে হয় আফগানিস্তানের বিপক্ষে বেন স্টোকসকে খেলানোর কোনো পরিকল্পনা ছিল না টিম ম্যানেজমেন্টের।’



স্টোকস না থাকায় প্রথম তিন ম্যাচে খেলেছেন হ্যারি ব্রুক। নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫, বাংলাদেশের সঙ্গে ২০ এবং সবশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলেছেন ৬৫ রানের ইনিংস। স্টোকস ফিরলে জায়গা হারাতে হতে পারে ব্রুককে। তবে পারফর্ম করা ব্রুককে বাদ দিতে না করছেন নাসের। তাদের দুজনকেই একাদশে চান তিনি।


নাসের বলেন, ‘স্টোকসের জায়গায় হ্যারি ব্রুক খেলছে এবং ভালোও করছে। এখন সাউথ আফ্রিকার বিপক্ষে পরের ম্যাচ বেন স্টোকসকে যদি ফেরানো হয়, তাহলে কি ব্রুককে বসিয়ে রাখা হবে? আমি তা মনে করি না। তাদের দুজনকেই একাদশে রাখতে হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball