promotional_ad

গুনাথিলাকার নিষেধাজ্ঞা তুলে নিলো শ্রীলঙ্কা ক্রিকেট

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার

১৪ ফেব্রুয়ারি ২৫
স্টিভ স্মিথকে আউট করে ওয়ানিন্দু হাসারাঙ্গার উল্লাস

গত নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন যৌন কেলেঙ্কারির কারণে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার হয়েছিলেন লঙ্কান ক্রিকেটার দানুশকা গুনাথিলাকা। গত মাসের শেষ দিকেই তাকে মুক্তি দেয় অস্ট্রেলিয়ার আদালত। যদিও শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কোড অব কন্ডাক্ট ভঙ্গের অভিযোগ বহাল ছিল তার বিরুদ্ধে। এবার সেখান থেকেও মুক্তি পেলেন গুনাথিলাকা। শ্রীলঙ্কার হয়ে খেলতে আর বাধা রইল না তার।


গুনাথিলাকার মামলা অস্ট্রেলিয়াতে চললেও এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে এসএলসি। এবার সেই কমিটির প্রতিবেদনের কারণেই সব ধরনের অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন শ্রীলঙ্কার এই টপ অর্ডার ব্যাটার।



promotional_ad

গুনাথিলাকার বিরুদ্ধে ডেটিং অ্যাপের মাধ্যমে এক নারীকে পানশালায় ডেকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। তার বিরুদ্ধে মোট চারটি অভিযোগ আনা হয়। এর মধ্যে সবচেয়ে গুরুতর ছিল অনুমতি ছাড়াই, ইচ্ছার বিরুদ্ধে সেই নারীর সঙ্গে গুনাথিলাকার যৌন সম্পর্কে জড়ানো।


প্রাথমিকভাবে এই চারটি অভিযোগই আমলে নিয়ে লঙ্কান এই ক্রিকেটারের বিরুদ্ধে তদন্তে নামে অস্ট্রেলিয়ার স্থানীয় পুলিশ। গত ২৮ সেপ্টেম্বর সেই অভিযোগ থেকে মুক্তি পান গুনাথিলাকা। তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ থেকে লঙ্কান এই ক্রিকেটারকে অব্যাহতি দেয় সিডনির আদালত।


এর মধ্যে তিনটি অভিযোগ গত মে মাসেই নাকচ হয়ে গিয়েছিল। ফলে একটি অভিযোগের খড়গ ঝুলছিল তার বিরুদ্ধে। সেই অভিযোগটিই ২৮ সেপ্টেম্বর নাকচ করে দেয় সিডনি আদালতের বিচারক সারাহ হাগেট। তিনি গুনাথিলাকাকে নির্দোষ বলে রায় দেন।



গুনাথিলাকার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০১৫ সালে। এরপর ৮টি টেস্ট ৪৭টি ওয়ানডে ও ৪৬টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এর আগেও বেশ কয়েকবার লঙ্কান ক্রিকেটের আচরণবিধি ভঙ্গ করে শাস্তি পেয়েছিলেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball