promotional_ad

নেদারল্যান্ডসকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছি না: বাভুমা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাভুমার কাছে বিশ্বকাপের চেয়েও চ্যাম্পিয়ন্স ট্রফি কঠিন

১০ ফেব্রুয়ারি ২৫
টেম্বা বাভুমার কাছে বিশ্বকাপের চেয়েও চ্যাম্পিয়ন্স ট্রফি কঠিন, ফাইল ফটো

শেষ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে সেই আসর থেকেই ছিটকে যায় সাউথ আফ্রিকা। এবার ওয়ানডে বিশ্বকাপে ডাচদের বিপক্ষে মাঠে নামার আগে সেই স্মৃতি তাড়া করছে টেম্বা বাভুমাকে। আর তাই ডাচদের হালকাভাবে নিচ্ছেন না সাউথ আফ্রিকার অধিনায়ক।


অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া শেষবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আগে ব্যাটিং করে চার উইকেটে ১৫৮ রান তোলে নেদারল্যান্ডস। জবাবে আট উইকেটে ১৪৫ রান তুলে থামে প্রোটিয়ারা। ম্যাচটি তারা হারে ১৩ রানে।



promotional_ad

গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো রকমের ফর্মে ছিল সাউথ আফ্রিকা। যদিও নেদারল্যান্ডসের বিপক্ষে হারায় সেমিফাইনালের রাস্তা থেকে ছিটকে যেতে হয় তাদের। দুই জয়ে পাঁচ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে ছিল তারা।


আরো পড়ুন

পিএসএলকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে আইপিএলে খেলবেন বশ

৮ মার্চ ২৫
এমআই কেপ টাউনের জার্সিতে কর্বিন বশ

ফলে গ্রুপ-২ থেকে তাদের উপরে থাকা ভারত ও পাকিস্তান উঠে যায় পরের রাউন্ডে। সেই দুঃসহ স্মৃতির কথা মনে আছে বাভুমার। আর তাই নেদারল্যান্ডসের বিপক্ষে সতর্ক তিনি। যদিও ওয়ানডে সংস্করণে পরিষ্কারভাবেই এগিয়ে সাউথ আফ্রিকা।


বাভুমা বলেন, 'আমরা নিশ্চিতভাবেই তাদের হালকাভাবে নিচ্ছি না। আমরা জানি তারা আমাদের সম্পর্কে সবকিছু জেনে প্রস্তুতি নিয়েছে এবং (পরিকল্পনায়) তারা অটল থাকবে। আমাদের নিশ্চিত করতে হবে, আমরা যেন একই কাজটাই করি। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে, আমরা যেন ভালো খেলি। আমাদের মতোই সবকিছু যাবে এমনটা ভাবার কারণ নেই।'



'গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল সেটা। এটা হচ্ছে ৫০ ওভারের বিশ্বকাপ। ভিন্ন সংস্করণ, ভিন্ন ধরনের স্কিল, লম্বা সময় ধরে আপনার স্কিল বজায় রেখে খেলে যাওয়া। আমি মনে করি, এই জিনিসটার দিকেই আমাদের বেশি জোর দিতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball