বাবরদের ফিটনেস নিয়ে শঙ্কিত ওয়াসিম আকরাম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
বিশ্বকাপে পাকিস্তানের শুরুটা ছিল দুর্দান্ত। নেদারল্যান্ডসের পর শ্রীলঙ্কার বিপক্ষেও বড় রান তাড়া করে দারুণ জয় তুলে নিয়েছিল বাবর আজমের দল। যদিও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে তারা ৭ উইকেটে হেরেছে।
এমন হারের পর পাকিস্তানের ক্রিকেটারদের এক হাত নিয়েছেন ওয়াসিম আকরাম। সাবেক এই পেসার মনে করেন পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ খেলার মতো ফিটনেসই নেই। তারা কোনো ফিটনেস টেস্ট ছাড়াই বিশ্বকাপের মতো টুর্নামেন্টে খেলতে গেছেন বলে অভিযোগ করেছেন এই কিংবদন্তি পেসার।

ওয়াসিম বলেন, 'আমি এই খেলোয়াড়দের ফিটনেস নিয়ে শঙ্কিত। বর্তমানে তাদের কোনো ফিটনেস টেস্ট নেই। মিসবাহ যখন কোচ এবং নির্বাচক ছিল তখন ইয়ো ইয়ো টেস্ট ও অন্যান্য টেস্ট হতো। একজন পেশাদার ক্রিকেটার হিসেবে প্রতি মাসে অন্তুত একবার ফিটনেস টেস্টের মধ্যে দিয়ে যাওয়া উচিত। আপনি যদি এটা না করেন তাহলে হারতেই হবে।'
বোলারকে ধাক্কা দিয়ে খুশদিলের জরিমানা
১৩ ঘন্টা আগে
গত কিছুদিন ধরেই নানা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রমিজ রাজা পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার পর নাজাম শেঠি বেশ কিছুদিন দেশটির ক্রিকেট বোর্ডের প্রধানের দায়িত্ব পালন করেছেন। সরকারের পালা বদলে পিসিবির চেয়ারম্যান এখন জাকা আশরাফ।
এর প্রভাব পড়েছে ক্রিকেটারদের মধ্যেও। এমনটাই ধারণা ওয়াসিমের। ভারতের বিপক্ষে আগে ব্যাটিং করে দারুণ শুরু করেছিল পাকিস্তান। ২ উইকেটে তুলে নিয়েছিল ১৫৪ রান। যদিও এরপর নাটকীয় ধসে পাকিস্তান অল আউট হয়ে যায় ১৯১ রানে। পাকিস্তানের এই বিপর্যয়কে হতাশাজনক বলছেন সাবেক এই পেসার।
তিনি বলেন, 'পিসিবি গত তিন বছরে তিনজন চেয়ারম্যান দেখেছে। এটা দলের সদস্যদের মধ্যে ভয় ধরিয়ে দিয়েছে এবং ম্যানেজমেন্টও জানে না তারা পরবর্তী সিরিজে দলের সঙ্গে থাকবে কিনা। ২ উইকেটে ১৫৪ থেকে ১৯১ রানে অল আউট খুবই, খুবই হতাশাজনক।'