গণমাধ্যম কর্মীদের কাছে ক্ষমা চাইলেন লিটন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নাহিদ–রিশাদরা পিএসএলে খেলুক, চাওয়া শান্তর
১৮ ঘন্টা আগে
১৫ অক্টোবর ভারতে বাংলাদেশ দলের হোটেল থেকে সাংবাদিকদের বিতাড়িত করেন লিটন দাস। জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটারের এমন কর্ম মুহূর্তেই সরগরম হয়ে যায় দেশের ক্রিকেট। ঘটনার রেশ কাটতে না কাটতেই অবশ্য গণমাধ্যম কর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন লিটন।
ভারতের বিপক্ষে খেলতে গত শনিবার চেন্নাই থেকে পুনেতে পৌঁছায় বাংলাদেশ দল। আগামী বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল।

এর আগে দুদিনের পূর্ণ বিশ্রামের নির্দেশ পেয়েছেন ক্রিকেটাররা। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে তাদের অনুশীলন। জাতীয় দলের ক্রিকেটারদের অনুশীলন না থাকায় বাংলাদেশের গণমাধ্যমকর্মীরা হাজির হন পাঁচ তারকাবিশিষ্ট কনরাড হোটেলে।
নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট শান্ত
১৯ ঘন্টা আগে
সেই হোটেলে দুপুরের খাবার খেতে বের হওয়া তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদরা কুশল বিনিময় করেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে। যদিও ব্যতিক্রম ছিলেন লিটন। হোটেলে নিরাপত্তা কর্মীদের ডেকে সেখান থেকে গণমাধ্যম কর্মীদের বের করে দিতে বলেন তিনি।
আজ এই ঘটনায় দুঃখ প্রকাশ করে লিটন লিখেন, 'গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এতো গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।'
এবারের বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রত্যাশিতভাবে তিন ম্যাচেই খেলেছেন লিটন। আফগানিস্তানের বিপক্ষে ১৩ ও ইংল্যান্ডের বিপক্ষে ৭৬ রান করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে শূন্য রানে আউট হয়েছেন এই ওপেনার।