শাহীন তো ওয়াসিম আকরাম নয়: শাস্ত্রী

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
বিশ্বকাপের আগে শাহীন আফ্রিদিকে নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। পাকিস্তানের এই পেসার বিশ্বকাপে কেমন করেন এই পারফরম্যান্সে নজর ছিল অনেকের। যদিও পাকিস্তানের খেলা তিন ম্যাচেই হতাশ করেছেন পাকিস্তানের এই পেস তারকা।
তিন ম্যাচে মোটে ৪ উইকেট নিয়েছেন তিনি। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ৩৬ রান খরচায় নিয়েছেন দুটি উইকেট। যদিও এই ম্যাচে সবার নজর ছিল তার দিকেই। এমন পারফরম্যান্সের পর শাহীনের কড়া সমালোচনা করেছেন সাবেক ভারতীয় ব্যাটার রবি শাস্ত্রী।

অনেকেই শাহীনকে ওয়াসিম আকরামের সঙ্গেও তুলনা করে থাকেন। এমন মন্তব্যের সঙ্গেও একমত নন ভারতের সাবেক এই কোচ। তিনি মনে করেন শাহীনকে নিয়ে মানুষজনের আলোচনা একটু বাড়াবাড়িই। নাসিম শাহ ও স্পিনাররা না থাকায় শাহীন কিছুই করতে পারবেন না বলেও মনে করেন শাস্ত্রী।
গ্লোবাল সুপার লিগের হাত ধরে পিএসএলে রিশাদ, লাহোরের ধন্যবাদ
১৮ জানুয়ারি ২৫
তিনি বলেছেন, 'শাহীন ভালো বোলার মানছি। নতুন বলে উইকেট নিতে পারে। কিন্তু পাশে নাসিম শাহ না থাকলে এবং স্পিন বোলারেরা সাহায্য না করলে শাহীন কিছুই করতে পারবে না। সে তো আর ওয়াসিম আকরাম নয়। ভালো বোলার মানছি। কিন্তু তাকে নিয়ে এতটাও বাড়াবাড়ি করার দরকার নেই।'
শাহীনকে ভালো বোলার মানতেই পারছেন না শাস্ত্রী। তার বক্তব্য, 'যদি সে ঠিকঠাক বল করে, তা হলে সেটাকে ঠিকঠাকই বলতে হবে। তাকে এর জন্যে মাথার উপরে তুলে নাচানাচি করা উচিত নয়। শাহীন যে দারুণ কোনও বোলার নয় এটা সবাইকে মেনে নিতেই হবে।'
শাহীনকে সমসাময়িক বোলারদের মধ্যে জসপ্রিত বুমরাহর সঙ্গেও তুলনা করা হয়। বিশ্বকাপে সবার মনোযোগ শাহীনের দিকে থাকলেও ভারতের হয়ে আলো ছড়াচ্ছেন বুমরাহ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ৭ ওভারে মাত্র ১৯ রান দিয়ে তিনি নিয়েছেন ২ উইকেট। এর আগের ম্যাচে ৪ উইকেট নিয়ে আফগানিস্তানকে গুঁড়িয়ে দিয়েছিলেন বুমরাহ। ফলে বিশ্বকাপে শাহীনের চেয়ে অনেকটাই এগিয়ে আছেন বুমরাহ।