promotional_ad

অস্ট্রেলিয়ার মাথাব্যথা কমাতে ভারতে যাচ্ছেন হেড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

'ভারত চ্যাম্পিয়ন, রোহিত সেরা ব্যাটার', ক্লার্কের ভবিষ্যদ্বাণী

১৮ ফেব্রুয়ারি ২৫
মাইকেল ক্লার্ক, ক্রিকেট অস্ট্রেলিয়া

ছন্দে থাকলেও চোটের কারণে বিশ্বকাপের প্রথম অংশে অনিশ্চিত ছিলেন ট্রাভিস হেড। পুরো বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায়ও ছিলেন তিনি। তবে দ্রুত সেরে উঠায় চলতি সপ্তাহের শেষদিকে ভারতে যাচ্ছেন হেড। বাঁহাতি এই ব্যাটার আসলে খানিকটা স্বস্তি পাবে বিশ্বকাপে টানা দুই ম্যাচে হেরে ভুগতে থাকা অস্ট্রেলিয়া।


বিশ্বকাপে প্রতিপক্ষের বোলারদের কতটা ভোগাবেন এমন আলোচনা চলছিল ট্রাভিস হেডকে নিয়ে। অথচ এমন ছন্দে থাকা এই ব্যাটারকে পাওয়া গেল না বিশ্বকাপের শুরু থেকে। সাউথ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং করার সময় জেরাল্ড কোয়েতজির বল হেডের বাঁ হাতের গ্লাভসে লাগে।



promotional_ad

সেসময় প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যাটিং করার চেষ্টা চালিয়ে যান দারুণ ছন্দে থাকা এই ব্যাটার। কিন্তু ব্যথা বেড়ে যাওয়ায় তিন বলের বেশি মাঠে থাকা হয়নি তার। ফলে রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরে যেতে হয়। পরে এক্স-রেতে হেডের হাতে চিড় ধরা পড়ে। যে কারণে তাকে বিশ্বকাপে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়।


আরো পড়ুন

কোনো ঘোষণা দিচ্ছি না, আমি খেলা চালিয়ে যাব: কোহলি

১৬ মার্চ ২৫
বিরাট কোহলি

যদিও তাকে রেখেই বিশ্বকাপের চূড়ান্ত দল দেয় অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের অধীনে পুরো দল ভারতে গেলেও হেড ছিলেন অস্ট্রেলিয়াতে। যেখানে নিজের পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে গেছেন। শুক্রবার থেকে থ্রো ডাউনে ব্যাটিং শুরু করা হেড পুরোদমে নেটে ব্যাটিংও চালিয়ে যাচ্ছেন। ফলে প্রত্যাশার চেয়ে আগেই সেরে উঠেছেন তিনি।


নিজের চোট নিয়ে কথা বলতে গিয়ে হেড বলেন, ‘সবকিছু ভালোমতো হচ্ছে। আমরা যেরকমটা আশা করেছিলাম, সম্ভবত তার চেয়ে ভালোভাবে। যখন আমরা সিদ্ধান্ত নেই অস্ত্রোপচার না করানোর— করলে সেরে উঠতে ১০ সপ্তাহ সময় লেগে যেত এবং আমাদের বলা হয়েছিল, আবার খেলা শুরুর আগে অন্তত ৬ সপ্তাহ হাতে স্প্লিন্ট (ভাঙা হাড় যথাস্থানে আটকে রাখার বন্ধনফলক) রাখতে হবে।’



চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৬০.৮৪ গড়ে ৭৯১ রান করেছেন হেড। যেখানে তার স্ট্রাইক রেট ১১৯.৮৯। ওয়ানডে ক্রিকেটে এমন স্ট্রাইক রেট খানিকটা অবিশ্বাস্য। এদিকে বিশ্বকাপে খেলা দুটি ম্যাচেই হেরেছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ খেলতে বৃহস্পতিবার ভারতের বিমান ধরতে পারেন হেড। ব্যাটিংয়ে ভুগতে থাকা অজি শিবিরে হেড যোগ দিলে লাভবান হবে তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball