promotional_ad

বিশ্বকাপে শ্রীলঙ্কার নতুন অধিনায়ক কুশল মেন্ডিস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার

১৪ ফেব্রুয়ারি ২৫
স্টিভ স্মিথকে আউট করে ওয়ানিন্দু হাসারাঙ্গার উল্লাস

চোট পেয়ে ইতোমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দাসুন শানাকা। তার জায়গায় দলে জায়গা পেয়েছেন দলের সঙ্গে রিজার্ভে থাকা চামিকা করুনারত্নে। আর বাকি ম্যাচগুলোতে শ্রীলঙ্কার নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস।


শ্রীলঙ্কা ক্রিকেট এখনও আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও দলটির টিম ম্যানেজমেন্ট থেকে ইএসপিএন ক্রিকইনফোকে বিষয়টি জানানো হয়েছে। জানা গেছে, আসর থেকে ছিটকে গেলেও দলের সঙ্গেই থাকছেন শানাকা।



promotional_ad

দলটির ব্যবস্থাপক মাহিন্দা হালাংগোডা ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, ‘দাসুন শানাকা বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও আপাতত দলের সঙ্গেই থাকবে।’


শানাকা অবশ্য চোট পেয়েছিলেন আরও আগে। গত মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচেই ইনজুরি আক্রান্ত হন তিনি। যদিও তার ইনজুরির ব্যাপারে জানা গেছে গতকাল রাতে।


শানাকা ছিটকে যাওয়ায় বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে শ্রীলঙ্কার অধিনায়কত্ব করবেন মেন্ডিস, এমনটা অবশ্য অনুমেয়ই ছিল। ২৮ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার মাসখানেক ধরেই দলটির সহ–অধিনায়কের দায়িত্বে ছিলেন।



বিশ্বকাপ শুরুর আগে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও নেতৃত্ব দেন মেন্ডিস। এই মুহূর্তে দারুণ ছন্দে আছেন তিনি। সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ৪২ বলে ৭৬ এবং পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে ৭৭ বলে ১২২ রান করেছেন তিনি।


এই মুহূর্তে মেন্ডিসের গড় ৯৯ আর স্ট্রাইক রেট ১৬৬.৩৮! দুই ম্যাচে তিনি হাঁকিয়েছেন ১৪টি ছক্কা। বিশ্বকাপের আগে হওয়া এশিয়া কাপেও শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেছিলেন তিনি। ছয় ম্যাচে তিন হাফ সেঞ্চুরিতে তিনি করেন ২৭০ রান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball