বিশ্বকাপে শ্রীলঙ্কার নতুন অধিনায়ক কুশল মেন্ডিস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার
১৪ ফেব্রুয়ারি ২৫
চোট পেয়ে ইতোমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দাসুন শানাকা। তার জায়গায় দলে জায়গা পেয়েছেন দলের সঙ্গে রিজার্ভে থাকা চামিকা করুনারত্নে। আর বাকি ম্যাচগুলোতে শ্রীলঙ্কার নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস।
শ্রীলঙ্কা ক্রিকেট এখনও আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও দলটির টিম ম্যানেজমেন্ট থেকে ইএসপিএন ক্রিকইনফোকে বিষয়টি জানানো হয়েছে। জানা গেছে, আসর থেকে ছিটকে গেলেও দলের সঙ্গেই থাকছেন শানাকা।

দলটির ব্যবস্থাপক মাহিন্দা হালাংগোডা ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, ‘দাসুন শানাকা বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও আপাতত দলের সঙ্গেই থাকবে।’
শানাকা অবশ্য চোট পেয়েছিলেন আরও আগে। গত মঙ্গলবার পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচেই ইনজুরি আক্রান্ত হন তিনি। যদিও তার ইনজুরির ব্যাপারে জানা গেছে গতকাল রাতে।
শানাকা ছিটকে যাওয়ায় বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে শ্রীলঙ্কার অধিনায়কত্ব করবেন মেন্ডিস, এমনটা অবশ্য অনুমেয়ই ছিল। ২৮ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার মাসখানেক ধরেই দলটির সহ–অধিনায়কের দায়িত্বে ছিলেন।
বিশ্বকাপ শুরুর আগে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও নেতৃত্ব দেন মেন্ডিস। এই মুহূর্তে দারুণ ছন্দে আছেন তিনি। সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ৪২ বলে ৭৬ এবং পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে ৭৭ বলে ১২২ রান করেছেন তিনি।
এই মুহূর্তে মেন্ডিসের গড় ৯৯ আর স্ট্রাইক রেট ১৬৬.৩৮! দুই ম্যাচে তিনি হাঁকিয়েছেন ১৪টি ছক্কা। বিশ্বকাপের আগে হওয়া এশিয়া কাপেও শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেছিলেন তিনি। ছয় ম্যাচে তিন হাফ সেঞ্চুরিতে তিনি করেন ২৭০ রান।