‘জিলাপি দেখে দ্রুত অলআউট হয়েছে পাকিস্তান’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের জন্য ব্যাটার কুলদীপই যথেষ্ট ছিল: শেবাগ
২১ ফেব্রুয়ারি ২৫
পাকিস্তানকে নিয়ে মজা অথবা ইঙ্গিতপূর্ণ কোনো আচরণে কখনোই পিছপা হন না বীরেন্দর শেবাগ। খেলোয়াড়ি জীবন থেকেই এমনটা করে এসেছেন ভারতের বিশ্বকাপজয়ী এই ওপেনার। এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ভারত। আর ম্যাচের আগ থেকে শেষ পর্যন্ত পাকিস্তানকে নিয়ে বিদ্রুপেই মেতে ছিলেন শেবাগ।
ম্যাচে দারুণ শুরু পাওয়ার পরও শেষ ৩৬ রান তুলতে আট উইকেট হারিয়েছে পাকিস্তান। আর তাতে ৪২.৫ ওভারে ১৯১ রানে অলআউট হয়েছে বাবর আজমের দল। শুরুতে সম্ভাবনা জাগিয়েও পাকিস্তানের ব্যাটিং লাইনআপ দুমড়ে-মুচড়ে যাওয়ায় রীতিমতো উপহাস করেছেন শেবাগ।

এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেন, ‘২ উইকেটে ১৫৫ রান তোলার পর পাকিস্তান দলের মনে পড়েছে, সন্ধ্যায় নাশতার সময় হয়ে গেছে। এ জন্য ফাফদা জিলাপি দেখে দ্রুত ১৯১ রানে অলআউট হয়ে গেছে।’
ভারতের ৪ নম্বরের জায়গাটা নিজের করে নিতে চান আইয়ার
২ ঘন্টা আগে
এদিকে পাকিস্তানের ১০ উইকেট তুলে নিয়েছেন ভারতের পাঁচ বোলার। এদিন কেবল শার্দুল ঠাকুর উইকেট পাননি। তিনি করেন মাত্র দুই ওভার। এ ছাড়া জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজাদের সবাই নিয়েছেন দুটি করে উইকেট।
এ নিয়ে পাকিস্তানকে নিয়ে মজার ছলে শেবাগ লিখেন, ‘আমরা হলাম সবচেয়ে বড় গণতান্ত্রিক। যে কারণে সবাই ২-২-২-২-২ উইকেট নিয়েছে।’
পাকিস্তানের অমন ব্যাটিংয়ের পর বোঝাই গেছে ম্যাচটি জিততে চলেছে ভারত। কেননা আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বীরা একটুও বিপদে ফেলতে পারেনি ভারতকে। বরঞ্চ রোহিত শর্মার ব্যাটে ভারতের জয় ছিল সময়ের ব্যাপার।
রান তাড়ায় ভারত যখন বড় জয়ের পথে, তখন পাকিস্তানি সমর্থকদের আরেকবার বিদ্রুপ করেন শেবাগ। এবার এক্সে তিনি লিখেন, ‘মনে হচ্ছে বড় ছেলেরা স্কুলের বাচ্চাদের সঙ্গে খেলছে।’