বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শানাকা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার
১৪ ফেব্রুয়ারি ২৫
উরুর চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাসুন শানাকা খেলতে পারবেন না সেটা আগেই নিশ্চিত হয়েছিল। এবার খেলতে পারছেন না পুরো বিশ্বকাপেই। চোট গুরুতর হওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার অধিনায়ক। তার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে চামিকা করুনারত্নেকে।
১০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে হারা ম্যাচে উরুর মাংসপেশিতে চোট পেয়েছিলেন শানাকা। চোট থেকে সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ সময় লাগবে শ্রীলঙ্কার অধিনায়কের। যে কারণে পুরো বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়েছে। তার বদলি হিসেবে দলে নেয়া হয়েছে ২৩ ওয়ানডে খেলা চামিকাকে।

যদিও দলের সঙ্গে ভারতে থাকবেন শানাকা। তারকা এই ক্রিকেটার না থাকায় বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। শানাকা ছিটকে যাওয়ায় বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে শ্রীলঙ্কার অধিনায়কত্ব করবেন মেন্ডিস, এমনটা অবশ্য অনুমেয়ই ছিল।
২৮ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার মাসখানেক ধরেই দলটির সহ–অধিনায়কের দায়িত্বে ছিলেন। বিশ্বকাপ শুরুর আগে আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও নেতৃত্ব দেন মেন্ডিস। এই মুহূর্তে দারুণ ছন্দে আছেন তিনি। সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ৪২ বলে ৭৬ এবং পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে ৭৭ বলে ১২২ রান করেছেন তিনি।
এই মুহূর্তে মেন্ডিসের গড় ৯৯ আর স্ট্রাইক রেট ১৬৬.৩৮! দুই ম্যাচে তিনি হাঁকিয়েছেন ১৪টি ছক্কা। বিশ্বকাপের আগে হওয়া এশিয়া কাপেও শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেছিলেন তিনি। ছয় ম্যাচে তিন হাফ সেঞ্চুরিতে তিনি করেন ২৭০ রান।