বুমরাহ বিশ্বের সবচেয়ে পরিপূর্ণ ও ভয়ঙ্কর বোলার: গম্ভীর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
চলছে বিশ্বকাপের আসর। এরই মধ্যে অনেক ক্রিকেটার পারফরম্যান্স দিয়ে বিশ্বকাপে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন। বল হাতে সেরা ফর্মে আছেন জনপ্রিত বুমরাহও। তাকেই বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বোলার হিসেবে মূল্যায়ন করেছেন গৌতম গম্ভীর।
এরই মধ্যে ২ ম্যাচ খেলে ৬ উইকেট তুলে নিয়েছেন এই ভারতীয় পেসার। এর মধ্যে আফগানিস্তানের বিপক্ষে ৩৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। অনেকে বুমরাহর সঙ্গে পাকিস্তানের পেসার শাহীন আফ্রিদির তুলনা করেন। গম্ভীর মনে করেন দুজনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।

এ প্রসঙ্গে গম্ভীর বলেন, 'যেভাবে সে মিচেল মার্শকে আউট করেছে এই ম্যাচে এবং ইব্রাহীম জাদরানকে ফিরিয়েছে সেটা দুর্দান্ত। যদি বিশ্বের পরিপূর্ণ ও ভয়ঙ্কর বোলারের কথা বলেন তাহলে এটা হবে বুমরাহ। আমরা জসপ্রিত বুমরাহর সঙ্গে শাহীন আফ্রিদির তুলনা করতাম আগে। তাদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।'
মার্চে বুমরাহকে পাচ্ছে না মুম্বাই
১৪ মার্চ ২৫
বিশ্বের সব বোলারই নতুন বলে বা পুরোনো বলে ভালো করে থাকেন। কিন্তু নতুন ও পুরোনো বলে ভালো বল করা বোলারের সংখ্যা খুবই কম। এমনই একজন বোলার বুমরাহ। গম্ভীর মনে করেন বুমরাহ নতুন ও পুরোনো বলে সমান কার্যকরী। এ কারণেই নিজেকে অন্যোন্য অবস্থানে নিয়ে যেতে পেরেছেন তিনি।
গম্ভীরের ভাষ্য, 'আপনি এমন একজন পেসারের নাম বলুন যে প্রতিটি ধাপে অবদান রাখতে পারেন। বোলাররা নতুন বলে ভালো করে অথবা ডেথ ওভারে ভালো করে। কিন্তু বুমরাহ মাঝের ওভারগুলোতে যেমনটা কার্যকরী নতুন বলে ও পুরোনো বলেও সমান কার্যকরী সে।'