শান্তর থ্রোতে এক মাসের জন্য মাঠের বাইরে উইলিয়ামসন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট শান্ত
১৭ মার্চ ২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরে পায়ের চোটে পড়েছিলেন কেন উইলিয়ামসন। এর ফলে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। বিশ্বকাপেও তার খেলা নিয়ে শঙ্কা ছিল। তবে সব শঙ্কা কাটিয়ে দলের সঙ্গে ভারতে এলেও প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি এই কিউই ব্যাটার।
বাংলাদেশের বিপক্ষে ফিরেই ১০৭ বলে ৭৮ রান করে নিউজিল্যান্ডের বড় জয়ে অবদান রেখেছেন উইলিয়ামসন। অবশ্য এই ম্যাচেও দুঃসংবাদ পেয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক। এই ইনিংস খেলার পথেই শর্ট মিড উইকেট থেকে নাজমুল হোসেন শান্তর ছোড়া একটি বলে আঘাত পেয়েছেন তিনি।

শান্তর ছোড়া বলটি নন স্ট্রাইক প্রান্তে দৌড়ে আসা উইলিয়ামসনের বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে লাগে। সঙ্গে সঙ্গেই ফিজিওর দ্বারস্থ হতে হয়েছে তাকে। সে সময় তাকে ব্যথায় কাৎরাতে দেখা যায়। হাতে ব্যান্ডেজ দিলেও ব্যথার কারণে ৩৯তম ওভারের মাঝ পথে মাঠ ছাড়েন উইলিয়ামসন।
ডাফি-সেয়ার্সের তোপের পর সেইফার্ট ঝড়ে জিতল নিউজিল্যান্ড
৩ ঘন্টা আগে
ম্যাচের পরই তার স্ক্যান করানো হয়েছে। স্ক্যানেও দুঃসংবাদ পেয়েছেন তিনি। তার বুড়ো আঙুলের হাড়ে চিড় ধরা পড়েছে। এ কারণে চলতি মাসে আর মাঠে দেখা যাবে না নিউজিল্যান্ড অধিনায়ককে। নিউজিল্যান্ড দলের পক্ষ থেকে জানানো হয়েছে অন্তত এক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি।
নিউজিল্যান্ড সঙ্গে সঙ্গে অবশ্য ব্যাকআপ ক্রিকেটার হিসেবে যুক্ত করা হয়েছে টম ব্লান্ডেলকে। যদিও এখনই তাকে উইলিয়ামসনের বিকল্প হিসেবে নেয়া হচ্ছে না। নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টেড এখনও উইলিয়ামসনকে নিয়ে আশাবাদী। এক বিবৃতিতে তিনি এই প্রত্যাশার কথা জানিয়েছেন।
স্টেড বলেন, 'আমরা অনুভব করতে পারছি তার অবস্থা, হাঁটুর চোট থেকে ফিরে আসার জন্য যে কঠোর পরিশ্রম করেছে। এরপরই এটা ঘটেছে। যদিও এটা হতাশাজনক খবর। প্রাথমিকভাবে তার চোট সনাক্তের পর আমরা কিছুটা আশাবাদী সে বিশ্রাম ও পুনর্বাসনের পর আবারও খেলতে পারবে। কেন (উইলিয়ামসন) স্পষ্টতই আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সে বিশ্বমানের খেলোয়াড় ও অধিনায়ক। তাকে টুর্নামেন্টের শেষদিকে ফেরার জন্য আমরা সব ধরনের সহযোগীতা করবো।'