promotional_ad

মাহমুদউল্লাহ ৮ নম্বরে এসে কি করবে? প্রশ্ন কুম্বলের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পরের প্রজন্মের জন্য ট্রফি জিততে চান মিরাজ

১৫ মার্চ ২৫
মোহামেডানের জার্সিতে মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশের ইনিংসের ফিনিশিংয়ের কাজটা লম্বা সময় সামলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপ দলে থাকায় এবারও তার কাঁধেই পড়ার কথা দায়িত্বটি। অথচ মাহমুদউল্লাহ ব্যাটিং করছেন আট নম্বরে। অভিজ্ঞ রিয়াদকে এত নিচে ব্যাটিং করতে নামানোয় চটেছেন অনিল কুম্বলে। ভারতের সাবেক স্পিনার মনে করেন, তাকে আরও উপরে ব্যাটিং করানো উচিত।


বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ থাকবেন কিনা সেটা সংশয় ছিল দল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত। পারফরম্যান্সে বয়সের ছাপ পড়ায় তরুণ বেশ কয়েকজনকে দিয়ে তার জায়গা পূরণে চেষ্টা করেছে বাংলাদেশ। তবে সেটাতে একেবারে সফল হতে পারেননি চন্ডিকা হাথুরুসিংহে। যে কারণে মাহমুদউল্লাহকে নিয়েই বিশ্বকাপে যেতে হয়েছে বাংলাদেশকে।



promotional_ad

এদিকে মাহমুদউল্লাহ বেশিরভাগ ক্ষেত্রে ছয় কিংবা সাত নম্বরে ব্যাটিং করে থাকেন। এবার সাত নম্বরে ব্যাটিং করছেন তাওহীদ হৃদয়। আট থেকে উপরের দিকে মিরাজ উঠে যাওয়ায় মাহমুদউল্লাহ নেমে গেছেন আরও নিচে। নিউজিল্যান্ডের বিপক্ষে টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর সাকিব আল হাসান ও মুশফিক মিলে বাংলাদেশের স্কোর দুইশর কাছে নিয়ে গেছেন।


সেখান থেকে ২৪৫ রান করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন মাহমুদউল্লাহ। ২০১০ সালের পর ৮ নম্বরে ব্যাটিং করতে নেমে ৪১ রানের ইনিংস খেলেছেন। যার ফলে সম্মান বাঁচানো পুঁজি পায় বাংলাদেশ। মাহমুদউল্লাহকে এত নিচে নামানোর বিরোধীতা করেছেন কুম্বলে।


ইএসপিএন ক্রিকইনফোর সাথে আলাপকালে কুম্বলে বলেন, ‘আপনি মাহমুদউল্লাহ রিয়াদের মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারকে ৮ নম্বরে খেলাচ্ছেন? ৮ নম্বরে এসে সে কি করবে? সেখানে সে কিছুই করতে পারবে না। আপনা উচিত তাকে আরও উপরে খেলানো।’



২০১৯ বিশ্বকাপে তিন নম্বরে ব্যাটিং করে ৬০৬ রান করেছিলেন। অথচ এই বিশ্বকাপে সাকিব খেলছেন একেবারে মিডল অর্ডারে। দলের আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকের জায়গা হয়েছে ছয় নম্বরে। একেক দিন একেক পজিশনে ব্যাটিং করছেন মেহেদী হাসান মিরাজ। এত পরীক্ষা-নিরীক্ষার কারণে ব্যাটাররা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছেন বলে মনে করেন কুম্বলে।


ভারতের সাবেক এই স্পিনার বলেন, ‘২০১৯ সালে তিন নম্বরে সাকিব সেরা পারফর্মার ছিল। সেখানে সে অনেক রান করেছে। অথচ এখন সে নিচের দিকে খেলছে। এমনকি মুশফিকুর রহিমও একই কাজ করছে। মেহেদী তো তার নিজের পজিশনই জানে না। এসব পরীক্ষা-নিরীক্ষার কারণে ব্যাটাররা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball