promotional_ad

আমাদের সবখানেই সমস্যা: সালাহউদ্দিন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও

২৬ ফেব্রুয়ারি ২৫
পাকিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলছেন মোহাম্মদ সালাহউদ্দিন

বিশ্বকাপের আগে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আশার কথা শুনিয়েছিলেন ক্রিকেটাররা। গত কয়েক বছরের পারফরম্যান্সও সমর্থকদের আশায় বুক বাঁধতে বাধ্য করেছিলেন। তবে ভারতে খেলতে গিয়ে বিশ্বকাপের সেই পুরনো ছন্দ ফিরিয়ে এনেছেন সাকিব আল হাসানরা। তিন ম্যাচের একটিতে জিতে খানিকটা কোণঠাসা বাংলাদেশ। ব্যর্থতার কারণ খুঁজতে গিয়ে মোহাম্মদ সালাহউদ্দিন জানিয়েছেন, দলের সবখানেই সমস্যা।


আফগানিস্তানকে হারিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্ত রান পেলেও ফজলহক ফারুকিদের বিপক্ষে ব্যর্থ ছিলেন দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। ইংল্যান্ডের বিপক্ষে লিটন ছাড়া টপ অর্ডারের আর কেউই দাঁড়াতে পারেননি। রিস টপলি পেস আগুনে পুড়ে মাত্র ৪৯ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।


এদিকে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশ ৪ উইকেট হারিয়ে ৫৬ রানে। ব্যাটিংয়ের মতো সমস্যা আছে বোলিংয়েও। বিশ্বকাপের আগে পেসারদের নিয়ে আকাশচুম্বী প্রত্যাশা থাকলেও সেটি পূরণ করতে পারছেন না তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানরা। পাওয়ার প্লেতে উইকেট এনে দিতে না পারায় প্রতিপক্ষকে অল্পতে আটকাতে পারছে না বাংলাদেশ। ফলে তিন ম্যাচের দুটিতে হেরে বিপাকে সাকিব আল হাসানরা।



promotional_ad

ক্রিকফ্রেঞ্জির সঙ্গে লাইভ আড্ডায় বাংলাদেশের ব্যর্থতার কারণ খুঁজতে গিয়ে সালাহউদ্দিন বলেন, ‘আমাদের সবখানেই সমস্যা। শুধু ব্যাটিংয়ে না আমাদের বোলিংয়েও সমস্যা। আমি মনে করি যে অন্তত বোর্ডে কিছু রান দরকার যেটার জন্য বোলাররা ফাইট দিতে পারবে।’


আরো পড়ুন

নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট শান্ত

১৭ মার্চ ২৫
গণমাধ্যমে কথা বলছেন নাজমুল হোসেন শান্ত, ক্রিকফ্রেঞ্জি

চেন্নাইয়ের উইকেট স্পিন ঘরানার হলেও বাংলাদেশ ও নিউজিল্যান্ড ম্যাচে দেখা গেছে খানিকটা ভিন্ন রূপ। প্রথম ইনিংসে তুলনামূলক ব্যাটারদের জন্য মানানসই ছিল উইকেট। তবে দ্বিতীয় ইনিংসে ক্রমশই বদলে যেতে থাকে চিত্র। প্রথম ১০ ওভারে দারুণ মুভমেন্ট পেয়েছেন মুস্তাফিজ ‍ও শরিফুল ইসলাম। তারা দুজনে মিলে ডেভন কনওয়ে এবং কেন উইলিয়ামসনকে ভুগিয়েছেনও।


বাংলাদেশের পেসারদের বিপক্ষে স্ট্রাগল করলেও উইকেট দেননি তারা। কিউই পেসাররা এমন সাহায্য পেলে বাংলাদেশ আরও আগে অল আউট হয়ে যেতো বলে মনে করেন সালাহউদ্দিন। দেশসেরা এই কোচ বলেন, ‘আমরা যে ২৪৫ রান করেছিলাম উইকেটে কিন্তু যথেষ্ট সাহায্য ছিল। আমরা যদি দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতাম আর নিউজিল্যান্ডের বোলাররা এমন সাহায্য পেতো তাহলে আমরা মনে হয় আরও আগে অল আউট হয়ে যেতাম। ব্যাটিংটা একেবারেই ভালো হচ্ছে না, আমি বলব যে যাচ্ছে তাই।’


শুরুতে স্ট্রাগল করলেও কনওয়ে ৪৫, উইলিয়ামসন ৭৮ এবং ড্যারিল মিচেল অপরাজিত ৮৯ রানের ইনিংস খেলে নিউজিল্যান্ডের ৮ উইকেটের জয় নিশ্চিত করেছেন। কিউইদের এমন পারফরম্যান্সের প্রশংসা করেছেন সালাহউদ্দিন। সেই সঙ্গে বাংলাদেশের ব্যাটারদের সেখান থেকে শিক্ষা নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।



সালাহউদ্দিন বলেন, ‘নিউজিল্যান্ডের ইনিংস থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। একজন ব্যাটার যখন ৩০ রান করবে তখন তাকে কিন্তু পুরো খেলাটা শেষ করে আসতে হবে। তারা কিন্তু সেটা করে দেখিয়েছে। অনেক কঠিন কন্ডিশনে তারা ব্যাটিং করেছে, প্রথম ৫-১০ ওভার তারা কিন্তু অনেক স্ট্রাগল করেছে। বলে কিন্তু মুভমেন্ট ছিল, দুই রকম বাউন্স ছিল। সেখান থেকে তারা এত সহজে, সুন্দর করে বের করেছে আমার মনে হয় আমাদের শেখার আছে এখান থেকে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball