আমরা ভালো ব্যাটিং করিনি, দায়িত্ব নিয়ে খেলতে হবে: শান্ত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট শান্ত
১৭ মার্চ ২৫
আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে হার বাংলাদেশের বিশ্বকাপ যাত্রাকে কঠিন করে দিয়েছে। ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যর্থ হয়েছেন ব্যাটাররা। কিউইদের বিপক্ষে হারের পর ব্যাটারদের দায় দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
দুই ম্যাচেই ব্যাটাররা ভালো খেলেননি বলে মনে করেন তিনি। প্রথম ১০-১৫ ওভারের মধ্যেই বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় হয়েছে টপ অর্ডার ব্যাটারদের বিদায়ে। সেই বিপর্যয় থেকে খুব একটা ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি বাংলাদেশ। তাই সামনের ম্যাচ থেকে দায়িত্ব নিয়ে খেলার তাগিদ বাংলাদেশ দলের সহ-অধিনায়কের।

সং???াদ সম্মেলনে শান্ত বলেন, 'আমরা ভালো ব্যাটিং করিনি। শুরুটা ভালো হয়নি। গত ম্যাচেও আমরা খুব বাজে খেলেছি। বিশেষ করে প্রথম ১০-১৫ ওভার। আমার মনে হয় না (উইকেট খারাপ ছিল)। উইকেট ভালোই মনে হয়েছে। নতুন বলে কিছুটা বাউন্স ছিল। আমি বলছি না আমাদের ব্যাটিংয়ের সময় খুব সতর্ক থাকতে হবে। তবে আমাদের দায়িত্ব নিয়ে খেলতে হবে।'
নাহিদ–রিশাদরা পিএসএলে খেলুক, চাওয়া শান্তর
২৩ ঘন্টা আগে
সাধারণত বিশ্বকাপে প্রতিযোগীতামূলক উইকেটেই খেলা হয়। তবে গেল দুই ম্যাচে উইকেট থেকে ফায়দা তুলে নিতে নিতে পারেনি বাংলাদেশ। উল্টো উইকেট হারিয়ে চাপে পড়ে গেছে টাইগাররা। ইংল্যান্ডের বিপক্ষে বোলাররাও কোনো পার্থক্য গড়ে দিতে পারেননি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে বোলারদের পারফরম্যান্সে মুগ্ধ শান্ত।
তিনি বলেন, 'আমরা জানি বিশ্বকাপের উইকেট ভালো। আমরা যদি শুরুতে ভালো করতে পারি, তাহলে ব্যাটিং দল হিসেবে আমাদের ভালোই মনে হবে। আজ তিন পেসারের কথা বলতেই হয়, তারা খুবই ভালো বোলিং করেছে। গত ম্যাচে আমরা ভালো বোলিং করিনি। কিন্তু আজ পেসাররা তাদের সামর্থ্য দেখিয়েছে, ভালো বোলিং করেছে।'
সামনের ম্যাচগুলোতে বোলারদের এই পারফরম্যান্স অনুপ্রেরণা হবে বলে মনে করেন শান্ত। আত্মবিশ্বাস নিয়ে তিনি বলেছেন, 'এটা (বোলারদের পারফরম্যান্স) আমাদের সামনের ম্যাচগুলোতে নিশ্চয়ই সাহায্য করবে। সবচেয়ে বড় উন্নতিটা এসেছে পেস বোলিংয়ে। পরের ম্যাচগুলো নিশ্চয়ই অন্যরকম হবে। আমাদের ভালো ব্যাটিং করতে হবে, দায়িত্ব নিতে হবে।'