সৌম্য-আল আমিনের পেস আগুনে পুড়ল রাজশাহী

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সৌম্যকে ছোঁয়া হলো না নাইমের
৯ মার্চ ২৫
ঘাসের ছোঁয়া থাকায় রাজশাহীর উইকেট থেকে বরাবরই সুবিধা পেয়ে থাকেন পেসাররা। এনসিএলের প্রথম রাউন্ডেও সেটির ব্যতিক্রম হয়নি। স্বাগতিক রাজশাহীর বিপক্ষে আগুনে বোলিং করেছেন খুলনার দুই পেসার সৌম্য সরকার ও আল আমিন হোসেন। তাদের দুজনের ৮ উইকেটে মাত্র ৮১ রানে গুটিয়ে যায় রাজশাহী। বড় রানের লিড নেয়া খুলনা রান পাহাড় গড়েছে সৌম্য, এনামুল হক বিজয় ও মোহাম্মদ মিঠুনের হাফ সেঞ্চুরিতে। ৪৫৫ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন আবারও ব্যাটিংয়ে নামবেন খুলনার আফিফ হোসেন ও মিঠুন।
শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে আগের দিনের ২ উইকেটে ১৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন রাজশাহীর দুই ব্যাটার সাব্বির রহমান ও জুনায়েদ সিদ্দিকী। তবে সকালের শুরুতেই উইকেট হারায় তারা। আল আমিনের করা দিনের প্রথম ওভারের তৃতীয় বলে বোল্ড হয়ে ফিরেছেন সাব্বির। ডানহাতি এই ব্যাটার আউট হয়েছেন মাত্র ৫ রান করে। এরপর মেহরব হোসেনকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন জুনায়েদ।
যদিও তাদের জুটি বড় করতে দেননি আব্দুল হালিম। খুলনার এই পেসারের বলে জাওয়াদ রোয়েনের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তরুণ এই ব্যাটার। মেহরব আউট হয়েছেন ২২ রান করে। এদিকে শাখির হোসেন ৬ রানের বেশি করতে পারেননি। সাজঘরে ফিরেছেন হালিমের বলে বিজয়ের হাতে ক্যাচ দিয়ে। তাতে মাত্র ৫৯ রানেই ৫ উইকেট হারায় রাজশাহী। একপ্রান্ত আগলে রাখা জুনায়েদকে ফিরিয়েছেন সৌম্য।

ডানহাতি এই মিডিয়াম পেসারের বলে বোল্ড হয়ে ফিরতে হয় ২৫ রান করা জুনায়েদকে। একই ওভারে তিন বলের ব্যবধানে সানজামুল ইসলাম ও মোহর শেখকে আউট করেছেন সৌম্য। তাইজুল ইসলাম ও আসাদুজ্জামান পায়েল দ্রুতই ফিরলে মাত্র ৮১ রানে গুটিয়ে যায় রাজশাহী। ৭ রান দিয়ে সৌম্য ৪ উইকেট নিয়েছেন। আরেক পেসার আল আমিন ৪ উইকেট পেয়েছেন ২১ রান খরচায়।
২০৭ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে খুলনাকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার সৌম্য ও বিজয়। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ১১৫ রান। হাফ সেঞ্চুরিও পেয়েছেন তারা দুজন। ৫৭ রান করা সৌম্যকে বিদায় করেছেন মোহর। আরেক ওপেনার বিজয় ৫৯ রানে আউট হয়েছেন শফিকুল ইসলামের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে।
অমিত মজুমদার ভালো শুরু করলেও ২৭ রানের বেশি করতে পারেননি। প্রথম ইনিংসের মতো এদিনও দারুণ ব্যাটিং করেছেন মিঠুন। দ্বিতীয় দিন শেষে অপরাহি আছেন ১০৫ বলে ৮৩ রানের ইনিংস খেলে। প্রথম ইনিংসে ঝড়ো হাফ সেঞ্চুরি করা আফিফ এদিন শেষ করেছেন ১৭ রানে অপরাজিত থেকে। লিড আরও বাড়াতে তৃতীয় দিন সকালে আবারও ব্যাটিংয়ে নামবেন তারা দুজন।
সংক্ষিপ্ত স্কোর (দ্বিতীয় দিন শেষে):
খুলনা (প্রথম ইনিংস)- ২৮৮/১০ (৭২.৪ ওভার) (আফিফ ৬৩; মিঠুন ৫৬; মোহর ৩/৫৬)
রাজশাহী (প্রথম ইনিংস)- ৮১/১০ (২৭.৫ ওভার) (জুনায়েদ ২৫, মেহরব ২২; সৌম্য ৪/৭, আল আমিন ৪/২১)
খুলনা (দ্বিতীয় ইনিংস)- ২৪৮/৩ (৬১ ওভার) (সৌম্য ৫৭, বিজয় ৫৯, মিথুন ৮৩*, আফিফ ১৭*)