promotional_ad

সেপ্টেম্বরের সেরা গিল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

বিশ্বকাপে ভারত দুটি ম্যাচ খেলে ফেললেও এখনও মাঠে নামা হয়নি শুভমান গিলের। ভারতীয় এই ওপেনার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এরপর তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল। শনিবার ভারত-পাকিস্তান ম্যাচেও তিনি মাঠে ফিরতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। এরই মধ্যে সুখবর পেয়েছেন গিল। সেপ্টেম্বর মাসের প্লেয়ার অব দ্য মান্থ হয়েছেন ভারতীয় এই ওপেনার।


গিলের সঙ্গে সেপ্টেম্বরের সেরা হওয়ার দৌড়ে ছিলেন মোহাম্মদ সিরাজ ও ডেভিড মালান। তাদেরকে পেছনে ফেলেই সেরা হয়েছেন এই ভারতীয় ওপেনার। সেপ্টেম্বর মাস জুড়ে ৮টি ওয়ানডে খেলে ৯৯.৩৭ গড়ে ৪৮০ রান করেছেন গিল। এর মধ্যে দুটি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরি রয়েছে তার।



promotional_ad

এর মধ্যে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ১২১ রানের ইনিংস খেলেছিলেন তিনি। হাফ সেঞ্চুরি পেয়েছিলেন নেপাল ও পাকিস্তানের বিপক্ষেও। সর্বশেষ ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলেছে ভারত। সেই সিরিজে ছিলেন গিল। প্রথম দুই ওয়ানডেতে যথাক্রমে করেছিলেন ৭৪ ও ১০৪ রান। 


আরো পড়ুন

বরুণ-নোমানকে পেছনে ফেলে মাসসেরা ওয়ারিক্যান

১১ ফেব্রুয়ারি ২৫
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে জোমেল ওয়ারিক্যান, পিসিবি

মাসসেরা ক্রিকেটার হয়ে গিল নিজের অনুভূতি জানিয়ে বলেছেন, ‘সেপ্টেম্বর মাসে আইসিসি সেরা খেলোয়াড়ের পুরস্কার জিততে পেরে আমি আনন্দিত। আন্তর্জাতিক পর্যায়ে ভারতকে প্রতিনিধিত্ব করতে পারা ও দলের জন্য অবদান রাখতে পারা সম্মানের। আরও ভালো করতে ও দেশকে গর্বিত করতে এই পুরস্কার আমাকে অনুপ্রাণিত করবে।’


গিল আরও যোগ করেন, ‘দলের জন্য ভালো অবদান রাখতে পেরেছি, যে কারণে এশিয়া কাপ জয়ের সৌভাগ্য হয়েছে। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষেও আমরা ওয়ানডে সিরিজ জিতেছি। আসলে আমি সুযোগটা নিতে চেয়েছি। আমার সতীর্থ, পরিবার ও কোচদের ধন্যবাদ; যাদের ছাড়া এই অর্জন সম্ভব হতো না।’



এদিকে সেপ্টেম্বরের সেরা নারী ক্রিকেটার হয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। লঙ্কান এই ব্যাটার সেপ্টেম্বরে ৫টি ওয়ানডে খেলে ২০৮ রান করেছেন। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ৫৫ ও ৪৪ রানের ইনিংস ছিল তার। এমন পারফরম্যান্সের পরই তিনি সেপ্টেম্বরের মাসসেরা হয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball