promotional_ad

পুরোনো ‘পাপমোচন’ শেষ, বিশ্বাস ব্যানক্রফটের

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

কোনো ঘোষণা দিচ্ছি না, আমি খেলা চালিয়ে যাব: কোহলি

১৬ মার্চ ২৫
বিরাট কোহলি

সাউথ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং করে বাদ পড়েছিলেন অস্ট্রেলিয়ার দল থেকে। এরপর দলে ফিরলেও থিতু হতে পারেননি। এই ঘটনার পর যেন নিজের কাছেই ঋণী হয়েছিলেন ক্যামেরন ব্যানক্রফট। সাম্প্রতিক সময়ে শেফিল্ড শিল্ডে দারুণ পারফর্ম করে আবারও অস্ট্রেলিয়া দলের দ্বারপ্রান্তে চলে এসেছেন তিনি।


ব্যানক্রফটের বিশ্বাস নিজের ভুলকে পিছনে ফেলে এসেছেন তিনি। অবশ্য তার অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফেরার পথটা দেখাচ্ছে অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের অবসর। আগামী বছরের শুরুতে ঘরের মাঠ এসসিজিতে টেস্ট খেলে সাদা পোশাককে বিদায় জানানোর কথা রয়েছে বাঁহাতি এই ব্যাটারের। তার জায়গায় দলের হাল ধরতে অস্ট্রেলিয়ার পাইপলাইনে আছেন মার্কাস হ্যারিস, ম্যাট রেনশরা। তবে ওয়ার্নারের স্থলাভিষিক্ত হিসেবে ব্যানক্রফটই কিছুটা এগিয়ে আছেন।



promotional_ad

অজিদের হয়ে ২০১৬ সালে রঙিন পোশাকে অভিষেক হয় ব্যানক্রফটের। দলের হয়ে সেই টি-টোয়েন্টি ম্যাচটিই শেষ ম্যাচ ছিল তার। পরের বছর অবশ্য লাল বলের ক্রিকেটে ডাক পান ডানহাতি এই ব্যাটার। তবে ২০১৮ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিং এর কেলেঙ্কারিতে এই ব্যাটারের ক্যারিয়ারের বড় বাধা হয়ে দাঁড়ায়। তবে সবকিছু পেছনে ফেলে এবার নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন তিনি।


ব্যানক্রফট বলেন, 'আমি মনে করি আমি নিজের ঋণ পরিশোধ করেছি। সকলের মতো আমিও ভুল করেছি। এটা অনেক আগের কথা ছিল। আমি এটা থেকে অনেক এগিয়ে এসেছি। অবশ্যই এটা থেকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমার মাথায় আর কিছুই নেই। আমি আবার আমার দেশকে প্রতিনিধিত্ব করতে পারলে সম্মানিত হব। কিন্তু এই মুহূর্তে আমার মনোযোগ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলায়।'


অবশ্য কিছুদিন আগে শেফিল্ড শিল্ডের দারুণ পারফর্মের জন্য অস্ট্রেলিয়ার 'এ' দলেও সুযোগ পেয়েছিলেন এই ব্যাটার। তবে সেখানে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। চার ইনিংসে সেখানে মাত্র ৮৭ রান করেছিলেন ব্যানক্রফট। তবে সম্প্রতি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ৩১৯ বলে ১২২ রানের দারুণ একটি ইনিংস খেলেন তিনি। শুধু রান পেয়েই সন্তুষ্ট নন তিনি ফিরতে চান টেস্ট দলে।



ব্যানক্রফট আরও বলেন, 'আমার মনে হয় আপনি যতই রান করুন না কেন, সন্তুষ্ট হওয়ার অনুভূতিটা কখনোই আসে না। অন্য সবকিছুই বাহ্যিক। আমি শুধু নিশ্চিত করতে চাই যে আমি ভালো খেলছি...যেটা (আমাকে) কোনও একটা পর্যায়ে নিয়ে আসবে। এটা (টেস্ট ক্রিকেট) এমন কিছু যা আমি আবারও করতে চাই। আপনি যদি সঠিকভাবে নিজের কাজগুলো করেন তাহলে সেটার প্রকাশ আপনার কাজের মধ্যেই প্রকাশ পাবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball