promotional_ad

রশিদ-নবিদের দেয়া টিকিটে বিশ্বকাপ দেখছেন আফগান দর্শকরা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ এক যুগেরও কিছু সময় পার হয়ে গেছে। কিন্ত নিজ দেশে নেই আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। ফলে ভিন্ন ভিন্ন দেশকেই নিজেদের ঘরের মাঠ হিসেবে ব্যবহার করে আফগানিস্তান। ফলে নিজ দেশকে সমর্থন করতে ভক্তদেরও দলের সঙ্গেই সফর করতে হয়। আর এমন ভক্তদের সম্মান জানাতেই খোদ ক্রিকেটাররাই তাদের টিকেট ব্যবস্থা করে দেন।


২০০৯ সালে প্রথমবারের মতো ৫০ ওভারের আন্তর্জাতিক ম্যাচে খেলার সুযোগ হয় আফগানিস্তানের। মাত্র এক যুগের এই অল্প সময়ের মধ্যেই নিজেদের ক্রিকেটে দারুণ উন্নতি এনেছে আফগানরা। যদিও নেই বড় কোনও অর্জন তবুও দলটিতে বেশ কয়েকজন বনে গেছেন বিশ্বের তারকা ক্রিকেটার। তবে দলটির আক্ষেপ থাকতেই পারে এখনও পর্যন্ত নিজ দেশের মাটিতে না খেলার।



promotional_ad

আন্তর্জাতিক মানের স্টেডিয়াম না থাকায় এক সময় দুবাইকে ঘরের মাঠ হিসেবে ব্যবহার করত দলটি। এরপর ২০১৬ সাল থেকে ভারতকে ঘরের মাঠ বানিয়ে অন্য দলগুলোকে অতিথেয়তা দিচ্ছে তারা। ফলে সাধারণ ভাবেই স্টেডিয়াম পরিপূর্ণ সমর্থক থাকে না তাদের। এরপরও গুটি কয়েক সমর্থক আছে যারা নিজ দলকে সমর্থন দিতে বিভিন্ন দেশে সফর করে থাকেন। সে সকল সমর্থকদের সম্মান জানাতেই আফগানদের অভিনব এই কায়দা।


আরো পড়ুন

আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির

১৪ মার্চ ২৫
আফগানিস্তান ও বাংলাদেশ দল

দলটির একজন কর্মকর্তা দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, 'এই চিন্তাটি কিছুদিন আগে তৈরি হয়েছিল। আমরা দুবাইতে আমাদের ভক্তদের টিকিট দিয়েছি। এছাড়া আফগানিস্তান যখন ২০২৩ সালের পাকিস্তান এবং শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এশিয়া কাপ খেলতে গিয়েছিল তখনও (দল) এমন কাজ করেছিল। এমনকি বিশ্বকাপেও এই কাজ অব্যাহত রয়েছে।'


সাধারণত প্রতিটি দলের ক্রিকেটার ও কর্মকর্তাদের জন্য কিছু টিকেট রাখা হয়। যেটা সাধারণভাবেই তাদের কাছের লোকেরাই পেয়ে থাকে। আর ভিনদেশে আফগানদের সবথেকে বড় আপনজনতো তাদের ভক্তরাই। যারা আফগান ক্রিক???টারদের সমর্থন দিতে দলের সঙ্গেই সফর করেন। ফলে তাদের জন্যই আগগানরা ক্রিকেট সংগ্রহ করে।



দলের সেই কর্মকর্তা আরও বলেন, 'খেলোয়াড়রা আমাকে টিকিটের জন্য অনুরোধ করে। আমরা সাধারণত প্রতি খেলোয়াড় বা অফিসিয়ালদের জন্য তিন থেকে পাঁচটি করে টিকিট পাই। একবার আমি তাদের কোটা দিয়ে দিলে, খেলোয়াড়রা তাদের টিকিট সমর্থকদের জন্য একত্র করে রাখে।


'ভক্তদের কাছ থেকে (টিকেটের) অনুরোধ পেলে আমরা এই টিকিটগুলো (খামে) রেখে দেই। সেই খাম আমরা টিম হোটেলের রিসেপশনে রেখে দেই। এরপর ভক্তরা সেখান থেকে (টিকেট) সংগ্রহ করে নেয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball