promotional_ad

বাংলাদেশের মানসম্পন্ন স্পিন মিচেল কীভাবে সামলাবেন, জানা নেই আকাশের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট শান্ত

১৭ মার্চ ২৫
গণমাধ্যমে কথা বলছেন নাজমুল হোসেন শান্ত, ক্রিকফ্রেঞ্জি

ভারতের চেন্নাইতে বরাবরই স্পিন বান্ধব উইকেটে খেলা হয়ে থাকে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে নিয়মিত খেলার কারণে বাংলাদেশের ব্যাটার এবং বোলাররা এমন উইকেটে বেশ পারদর্শী। এমনটা জানা আছে ড্যারিল মিচেলেরও। তাই তো চেন্নাইয়ের উইকেটে বাংলাদেশকে 'বিশ্বমানের' বলেছেন এই কিউই ব্যাটার। এদিকে বাংলাদেশের মানসম্পন্ন স্পিন বোলিং আক্রমণ মিচেল কীভাবে সামলাবেন তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন আকাশ চোপড়া।


বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের পরবর্তী ম্যাচটি খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষেই। ভেন্যু চেন্নাইয়ের এমএ চিদামবারাম স্টেডিয়াম। দুটো দলের স্পিন আক্রমণই বেশ দারুণ। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদীরা যেমন বাংলাদেশের হাতিয়ার তেমনি মিচেল স্যান্টনার, ইশ সোধি, রাচিন রবীন্দ্রদের নিয়ে স্বপ্ন বুনতেই পারে কিউইরা।


এর মধ্যে চেন্নাই সুপার কিংসের হয়ে স্যান্টনার নিয়মিতই আইপিএলের খেলেন এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে। একই দলের হয়ে এই মাঠে নিয়মিত খেলেন ডেভন কনওয়েও। আর তাই কনওয়ে এই মাঠে ভালো খেলবেন বলেই বিশ্বাস আকাশের।



promotional_ad

যদিও কনওয়ে'র জাতীয় দলের সতীর্থ মিচেল বাংলাদেশের মানসম্পন্ন বোলিং কীভাবে সামলাবেন সেটা জানা নেই ভারতের সাবেক এই ক্রিকেটারের। নিউজিল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে স্পিনের বিপক্ষে তুলনামূলক দুর্বল মিচেল। আর দলটির সহ-অধিনায়ক টম লাথাম খুবই ভালো স্পিন সামলান।


আকাশ বলেন, 'সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং শেখ মেহেদী মিলে ৩০ ওভারের মতো বোলিং করবে। আর এটা হবে মানসম্পন্ন স্পিন বোলিং। বাংলাদেশ এখানে কখনো জিতেনি যদিও তারা মাত্র একটি ম্যাচই খেলেছে। নিউজিল্যান্ড এখানে চার ম্যাচ খেলে একটি জিতেছে।'


'আমার মনে হয় টম লাথাম এখানে গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার হবেন। আমি জানি না, ড্যারিল মিচেল কীভাবে স্পিনের বিপক্ষে খেলবে। কেননা এখানে স্পিনেই পরীক্ষা দিতে হবে। এদিকে ডেভন কনওয়ে নিজের ঘরেই আছে। সে খুবই আরামদায়ক থাকবে (স্পিনের বিপক্ষে)।'


বাংলাদেশের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি অবশ্য পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নিয়ে রেখেছেন মিচেল। বাংলাদেশের শক্তিমত্তার প্রশংসাও করেছেন তিনি। সাকিবদের বিপক্ষে খেলার পর একই ভেন্যুতে আফগানিস্তানের বিপক্ষেও খেলবে কিউইরা। সেখানে রশিদ খান, মুজিব উর রহমানের মতো বোলারদের সামলাতে হবে মিচেলকে।



একদিন আগেই তিনি বলেছিলেন, 'চেন্নাইতে টার্নিং উইকেটেই খেলা বেশি হয়ে থাকে। এখানে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ নিয়েই আমাদের খেলতে হবে। বাংলাদেশ এবং আফগানিস্তান- এমন উইকেটে দুটো দলই বিশ্বমানের। ব্যক্তিগতভাবে আমি খুবই রোমাঞ্চিত এই ম্যাচগুলোকে সামনে রেখে। কিছু চ্যালেঞ্জ থাকলেও আমরা চেষ্টা করব এই ম্যাচগুলো জিততে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball