promotional_ad

আফিফ-মিঠুনের ব্যাটে তারকায় ঠাসা খুলনার পুঁজি ২৮৮

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আল আমিনের সেঞ্চুরি ছাপিয়ে মিঠুন-মোসাদ্দেকের ব্যাটে আবাহনীর জয়

৯ মার্চ ২৫
সেঞ্চুরির পর আল আমিন জুনিয়র, ক্রিকফ্রেঞ্জি

এনসিএলে তারকা ঘাটতি থাকলেও খুলনা বিভাগে সেটির বালাই নেই। জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারকে সাজানো দল হওয়ার পরও পুরো ম্যাচে হাফ সেঞ্চুরি এসেছে দুটি। আফিফ হোসেন ধ্রুব ও মোহাম্মদ মিঠুনের হাফ সেঞ্চুরিতে খুলনা শেষ পর্যন্ত তুলেছে ২৮৮ রান। জবাব দিতে নেমে ১৫ রানেই ২ উইকেট হারিয়ে রাজশাহী।


শহীদ এএইচএম কামারুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন খুলনার অধিনায়ক নুরুল হাসান সোহান। দুই ওপেনার সৌম্য সরকার ও এনামুল হক বিজয় খুলনাকে দারুণ এনে দেন। তাদের দুজনের জমে ইঠা ৬১ রানের জুটি ভাঙেন আসদুজ্জামান পায়েল। ৩২ রানে ব্যাটিং করতে থাকা সৌম্য পায়েলের বলে শাখির হোসেন হাতে ক্যাচ দিয়ে ফেরেন।


এরপর অমিত মজুমদারকে নিয়ে জুটি গড়ার চেষ্টায় ছিলেন বিজয়। দেখেশুনে খেলতে থাকলেও বিজয় ফেরেন হাফ সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে। শফিকুল ইসলামের বলে মিজানুর রহমানের হাতে ক্যাচ দিয়েছেন ৪৭ রান করা এই ওপেনার। এরপর দলীয় ১২২ রানে অমিত ফেরেন ১৭ রান করে। এরপর দলের হাল ধরেন জাতীয় দলের দুই চেনা মুখ মোহাম্মদ মিঠুন ও আফিফ। দুজনে গড়েন শত রানের জুটি।



promotional_ad

মিঠুন একদিকে সাবধানে খেলতে থাকলেও অন্য পাশে আফিফ ব্যাট করেছেন ওয়ানডে মেজাজে। ৯ চার ও এক ছয়ের সাহায্যে মাত্র ৫০ বলেই ৬৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। দলীয় ২২২ রানে আফিফকে বোল্ড করে খুলনার রানের গতি থামান মেহেরব হাসান। এদিকে সুবিধা করতে পারেননি অধিনায়ক সোহান। দ্রুত রান তুলতে গিয়ে ১৮ বলে ২১ করেই থামেন তিনি।


সোহান ফিরলেও এক পাশ আগলে রেখে বড় সংগ্রহের দিকে দলকে নেয়ার চেষ্টা চালিয়ে যান মিঠুন। তবে দলীয় ২৬৯ রানেই মোহর শেখের শিকার হন ডানহাতি এই ব্যাটার। এই মিডিয়াম পেসারের বলে শাখিরের কাছে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর ১৪ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে বসে খুলনা। সবশেষ নাহিদুল ইসলামের ৩৪ রানে ভর করেই ২৮৮ রানে থামে খুলনার ইনিংস। রাজশাহীর হয়ে মোহর নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট।


দিনের শেষভাগে খেলতে নেমে চাপে পরে রাজশাহী। ইনিংসের তৃতীয় ওভারেই ৫ রান করা মিজানুর রহমানকে বোল্ড করেন আল-আমিন। পরের বলে ফরহাদ হোসেনকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেছেন ডানহাতি এই পেসার। এরপর আর কোন উইকেট না হারিয়ে দিন শেষ করেন জুনায়েদ সিদ্দিকী(৩*) এবং সাব্বির রহমান (৫*)।


সংক্ষিপ্ত স্কোর (প্রথম দিন শেষে)-



খুলনা প্রথম ইনিংস- ২৮৮/১০ (৭২.৪ ওভার) (আফিফ ৬৩; মিঠুন ৫৬; মোহর ৩/৫৬)


রাজশাহী প্রথম ইনিংস- ১৫/২ (৮ ওভার) (সাব্বির ৫*; আল-আমিন ২/৫)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball