promotional_ad

ওপেনিং নিয়ে আমরা আর চিন্তাই না করি: শান্ত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতে পা রেখে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে ওপেনাররা আশা দেখিয়েছিলেন ইতিবাচক কিছুরই। কিন্তু দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ থেকে বিশ্বকাপের মূল পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে হতাশায় ডুবিয়েছে ওপেনিং জুটি। বিশেষ করে তরুণ ওপেনার তানজিদ তামিম থেকে প্রত্যাশা অনুযায়ী পায়নি দল। লিটন দাস ইংল্যান্ডের বিপক্ষে ৭৬ রান করলেও সেদিন ব্যর্থ ছিল টপ অর্ডারও।


এমন অবস্থায় নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে বার বারই ওপেনিং নিয়ে প্রশ্ন উঠে আসছে। তবে লিটনের রানে ফেরা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের জন্য অবশ্যই স্বস্তিদায়ক। কিন্তু তারপরও তরুণ তানজিদের থেকে প্রত্যাশা মোতাবেক পারফরম্যান্স না পাওয়ায় ভাবতে হচ্ছে টিম ম্যানেজম্যান্টকে।


বিশ্বকাপে এখন পর্যন্ত দুই ম্যাচের একটিতে জিতেছে বাংলাদেশ। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই। যে কাজটা সহজ হয়ে যেতে পারে দুই ওপেনারের থেকে পাওয়ার প্লে'তে ভালো শুরু পাওয়া। কিন্তু নাজমুল হোসেন শান্ত এই মুহূর্তে সবাইকে ওপেনিং নিয়ে চিন্তাই বাদ দিয়ে দিতে বলছেন।



promotional_ad

ওপেনারদের নিয়ে বাড়তি চিন্তা করে তাদের চাপে ফেলতে নারাজ শান্ত। উল্টো সতীর্থদের সমর্থন দিয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সবাই চেষ্টা করছেন এবং সামনের ম্যাচ থেকে ওপেনাররা নিয়মত রান করবেন বলেও আশাবাদী বাংলাদেশের এই সহ-অধিনায়ক।  


শান্ত বলেন, 'আমার মনে হয় এই ওপেনিং নিয়ে আমরা আর চিন্তাই না করি, এই চিন্তাটাই বাদ দিয়ে দেই। ওপেনিংয়ে যারাই ব্যাটিং করছে তারাই খুব ভালো প্রস্তুতি নিয়ে এসেছে। একটা-দুইটা ভালো ইনিংস পেলেই ওই ব্যাটারের আত্মবিশ্বাস আসবে। মনে হয় না এখানে কেউই নির্ভার আছে বা দলের জন্য চেষ্টা করছে না। সবাই চেষ্টা করছে, আশা করছি সামনের ম্যাচ থেকে টপ অর্ডার থেকে ভালো স্কোর আসবে।'


শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তানজিদ। কিন্তু পরের তিন ম্যাচে বরাবর হাসেনি তার ব্যাট। ইংল্যান্ডের বিপক্ষে ধর্মশালায় আউট হয়েছেন মাত্র একরানে। তবে শান্ত এখনই তানজিদকে নিয়ে হাল ছাড়তে নারাজ। তার মতে, সবাই সবার যোগ্যতা প্রমাণ করেই বিশ্বকাপে এসেছে।


শান্ত'র ভাষ্যমতে, 'আমার কাছে মনে হয় যে ৫-৬টা ম্যাচই সে খেলেছে। প্রত্যেক খেলোয়াড়ই আমার মনে হয়, কারও কম সময় লাগে আবার কারও বেশী সময় লাগে। সবারই ওই বিশ্বাসটা তার ওপর রাখা উচিত। সবাই যেন সমর্থন দেই ও বিশ্বাস করি। বিশ্বকাপ খেলতে যারাই এসেছে সবাই যার যার যোগ্যতা প্রমাণ করেই এসেছে। ভালো করার জন্যই এসেছে, আশা করছি সামনের ম্যাচ থেকে ভালো করবে।'



ইংল্যান্ডের বিপক্ষে ১৩৭ রানের বড় ব্যবধানে হারলেও অধিনায়ক ও টিম ম্যানেজম্যান্টের থেকে স্বাধীনতা পাওয়ার কথা জানিয়েছে বাংলাদেশের সহ-অধিনায়ক বলেন, 'আমার কাছে মনে হয়েছে, একটা জিনিষই মনে হয়েছে। এখানে আমরা কতটুকু সাহস ও স্বাধীনতা নিয়ে ব্যাটিং করছে। সবাই খুব আরামেই রান করছে, প্রত্যেক দলের সবাই। মন খুলে ও স্বাধীনতা নিয়ে ব্যাটিং করা জরুরী। সবাই এখানে স্কিলফুল। সবাই স্বাধীনতা নিয়ে ব্যাটিং করলে ভালো করা সম্ভব কারণ কোচিং স্টাফ ও অধিনায়ক সবার থেকে সে স্বাধীনতা আমাদের আছে।'


ইংল্যান্ডের বিপক্ষে পাওয়ার প্লে'তে ৪ উইকেট হারালেও মুশফিকুর রহিম ও লিটনের চেষ্টায় ম্যাচে ফিরেছিল বাংলাদেশ। দুজনই হাফ সেঞ্চুরি হাঁকিয়ে আউট হলেও এটাকেই অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন শান্ত। তার মতে, দুই-তিন উইকেট দ্রুত আউট হয়ে যাওয়া মানেই ম্যাচ শেষ হয়ে যাওয়া নয়।


শান্ত আরও বলেন, 'নতুন বলে ব্যাটিং করা অবশ্যই চ্যালেঞ্জিং। যে কোন পরিস্থিতিতেই। যদি শুরু ভালো হয় তা অবশ্যই দলের জন্য গুরুত্বপূর্ণ। দুই-তিনটা উইকেট দ্রুত পড়ে গেলে আমরা কিভাবে ঘুরে দাঁড়াতে পারি। এটাও আমাদের মাথায় রাখতে হবে, দুই-তিনটা উইকেট পড়ে গেলে এর মানে এই না যে আমরা দ্রুত অলআউট হয়ে যাব। এখান থেকে আমরা কিভাবে বড় রান করতে পারি এটাও গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় দুইটাই। যদি শুরু ভালো হয়, তাহলে অবশ্যই দল ভালো করার সুযোগটা বেশী থাকে।'    



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball