বাংলাদেশ বিশ্বকাপ জেতার মতো দল নয়: স্টেড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডাফি-সেয়ার্সের তোপের পর সেইফার্ট ঝড়ে জিতল নিউজিল্যান্ড
১০ ঘন্টা আগে
বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা সাফল্য ২০১৫ সালে কোয়ার্টার ফাইনাল খেলা। সমর্থক থেকে ক্রিকেটার- সবার প্রত্যাশা এবার সবকিছুকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। সেমিফাইনাল তো খেলবেই সেই সঙ্গে ফাইনালেও উঠতে পারেন সাকিব আল হাসানরা। যদিও বাস্তবতা একেবারে ভিন্ন। বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে সেই বাস্তবতার কথাই যেন মনে করিয়ে দিলেন গ্যারি স্টেড।
এশিয়া কাপ শেষ হওয়ার পর চান্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে কেউ বড় স্বপ্ন দেখলে ঘুম থেকে জেগে উঠুক। হাথুরুসিংহের সাক্ষাৎকারটা স্টেড দেখেছিলেন? খুব সম্ভবত উত্তরটা না হবে। যদিও হাথুরুসিংহের সুরেই কথা বলেছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ। স্টেড যেন আরও একটু আগ বাড়িয়ে জানালেন, বাংলাদেশ বিশ্বকাপ জেতার মতো দল নয়।

বাংলাদেশের সঙ্গে এই তালিকায় কিউইদের প্রধান কোচ রেখেছেন আফগানিস্তানকেও। নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে স্টেড বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপ জেতার মতো দল নয়, যে ছয়-সাতটি দল বিশ্বকাপের দাবিদার সেখানে বাংলাদেশ নেই।’
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডকে নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। কেন উইলিয়ামসনের দল সেরা চারে থাকবে এমন কথায় বাজি ধরেছেন খুব কম মানুষই। অথচ এখন পর্যন্ত বিশ্বকাপে অপরাজিত সবশেষ দুই আসরের ফাইনালিস্টরা। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছে কিউইরা।
পরের ম্যাচে নেদারল্যান্ডস সেভাবে পাত্তাই পায়নি। নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নিউজিল্যান্ড এখন চেন্নাইয়ে। যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। এরপর আফগানিস্তানের বিপক্ষে খেলতে হবে তাদের। তাদেরকে বিশ্বকাপ জিততে পারে এমন দলের কাতারে না রাখলেও স্টেড জানিয়েছেন, ম্যাচ দুটি সহজ হবে।
এ প্রসঙ্গে নিউজিল্যান্ডের প্রধান কোচ বলেন, ‘অবশ্যই, ম্যাচ দুটি সহজ হবে না। তবে এ দুই দল সম্ভবত সেই ছয়-সাত দলের অন্তর্ভুক্ত নয়, যারা সত্যিকার অর্থে নিজেদের বিশ্বকাপের জয়ের দাবিদার বলতে পারে।’