promotional_ad

রোহিতের এক সেঞ্চুরিতে রেকর্ডের বন্যা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

আফগানিস্তানের বিপক্ষে ২৭৩ লক্ষ্য তাড়া করতে নেমে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন রোহিত শর্মা। বিরাট কোহলির ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে মাঠে নেমে ওপেনিং সঙ্গী ইশান কিশানকে প্রায় দর্শক বানিয়ে রেখেছিলেন রোহিত।


আফগানদের বিপক্ষে ৩০ বলে হাফ সেঞ্চুরির পর ৬৩ বলে সেঞ্চুরি তুলে নেন ভারতীয় এই ওপেনার। এই ইনিংস খেলার পথে এরই মধ্যে ৫টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত। আর তাতেই আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিস গেইলের ৫৫৩টি ছক্কার রেকর্ড ভেঙে দিয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে তার নামের পাশে ছিল ৫৫১টি ছক্কা।



promotional_ad

এ ছাড়া বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির হিসেবে রোহিতের ইনিংসটি রয়েছে ৬ নম্বরে। ৪৯ বলে সেঞ্চুরি করে এই তালিকায় সবার উপরে রয়েছে এইডেন মার্করাম। শ্রীলঙ্কার বিপক্ষে এবারের বিশ্বকাপেই এই রেকর্ড নিজের করে নিয়েছে প্রোটিয়া এই ব্যাটার।


আরো পড়ুন

ভারতের ৪ নম্বরের জায়গাটা নিজের করে নিতে চান আইয়ার

৩ ঘন্টা আগে
ভারতের জার্সিতে শ্রেয়াস আইয়ার

রোহিতের কল্যাণে এবার বিশ্বকাপ আরেকটি নাম পেল দ্রুততম সেঞ্চুরির তালিকায়। ভারতের হয়ে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির হিসেবে রোহিতের এই ইনিংসটি রয়েছে ৫ নম্বরে। ২০১৩ সালে জয়পুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫২ বলে সেঞ্চুরি করেছিলেন কোহলি।


সেই ইনিংসটি এখনও শীর্ষে রয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির হিসেবে ৩ নম্বরে উঠে এসেছেন রোহিত। তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে।  ৪৯টি ওয়ানডে সেঞ্চুরি নিয়ে সবার উপরে আছেন শচীন টেন্ডুলকার।



আর ৪৭টি সেঞ্চুরি নিয়ে দুই নম্বরে বিরাট কোহলি। ৩০ টি সেঞ্চুরি করে এতদিন তিন নম্বরে ছিলেন পন্টিং। তাকে এবার ৪ নম্বরে নামালেন রোহিত। আরেকটি রেকর্ডে শচিন টেন্ডুলকারকেও পেছনে ফেললেন রোহিত। বিশ্বকাপে এটি রোহিতের ৭ নম্বর সেঞ্চুরি।


আর কোনো ক্রিকেটারের এতো সেঞ্চুরি নেই বিশ্বকাপে। ৬টি সেঞ্চুরি নিয়ে এই তালিকায় সবার উপরে ছিলেন শচিন। ৫ টি করে সেঞ্চুরি আছে পন্টিং ও কুমারা সাঙ্গাকারার। এবার সবাইকে পেছনে ফেলে দিলেন রোহিত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball