২ সেঞ্চুরির পরও কেন বাদ পড়েছিলেন উত্তর জানেন না ইমরুল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাদমানের সেঞ্চুরিতে অগ্রণীর হ্যাটট্রিক, হেরেই চলেছে রূপগঞ্জ টাইগার্স
১৬ মার্চ ২৫
২০১৮ সালের ডিসেম্বরের পর বাংলাদেশ দলের জার্সি গায়ে আর খেলা হয়নি ইমরুল কায়েসের। বাদ পড়ার ঠিক আগের সিরিজেই দুটি সেঞ্চুরি করার পরও কেন তাকে বাদ দেয়া হয়েছিল সেই কারণ আজও খুঁজে পাননি জাতীয় দলের এক সময়ের তারকা এই ওপেনার।
এ কারণে নিজের ভাগ্যকেই দুষছেন তিনি। এক সময় খারাপ খেলেও দল থেকে বাদ পড়েছিলেন এরপর ভালো খেলেও বাদ পড়ার স্বাদ পেয়েছেন তিনি। এ কারণে কাউকে দোষারোপ করতে চান না ইমরুল। ওয়ানডেতে ইমরুল সর্বশেষ সিরিজ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

সেই সিরিজে দুটি ম্যাচে ০, ৪ করে আউট হয়েছিলেন। এই পারফরম্যান্সই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। যদিও এর আগের সিরিজেই জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৪, ৯০ ও ১১৫ রানের ইনিংস খেলেছিলেন এই বাঁহাতি ওপেনার। ক্রিকফ্রেঞ্জির সঙ্গে লাইভ আড্ডায় নিজের বাদ পড়ার বিষয়ে কথা বলেছেন।
নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে সন্তুষ্ট শান্ত
১৭ মার্চ ২৫
ইমরুল বলেছেন, 'পৃথিবীর সবাই সবরকমের ভাগ্য নিয়ে জন্মায় না। এটা আমাকে মানতে হবে। ভাগ্য সবার জন্য একরকম হয় না। আমার ক্ষেত্রে এটা ভিন্নরকম হয়ে গেছে। আমি ভালো খেলেও বাদ পড়েছি। এক সময় খারাপ খেলেও বাদ পড়েছি। শেষবার আমি যখন ভালো খেলে বাদ পড়েছি, আমি বলবো আমার ভাগ্য খারাপ।'
এই বিষয়ে আরও খোলাসা করে ইমরুল বলেছেন, 'একটি সিরিজে দুটি সেঞ্চুরি একটি নব্বয়ের ঘরের ইনিংসের পরের সিরিজেই আমি যখন বাদ পড়ে যাই আমি নিজেও অবাক হয়েছিলাম। আমি জানি না যে আমি কার কাছে জানতে চাইব। এটা যেহেতু অতীত হয়ে গেছে এটা নিয়ে কথা বাড়াতে চাই না।'
এক সময় তিন ফরম্যাটের ক্রিকেটার ছিলেন ইমরুল। তবে সবচেয়ে বেশি তিনি সাবলীল ছিলেন ওয়ানডেতেই। ৭৮ ম্যাচে তার নামের পাশে রয়েছে ২ হাজার ৪৩৪ রান। তার নামের পাশে ৪টি সেঞ্চুরির সঙ্গে রয়েছে ১৬টি হাফ সেঞ্চুরি। ওয়ানডেতে বাংলাদেশের ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহকও ইমরুল।